বর্ধমানে সিপিএম কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে পানিহাটিতে সিপিএমের মিছিলঃ

 বর্ধমানে সিপিএম কর্মীদের ওপর পুলিশি অত‍্যাচার  ও কেন্দ্রীয় কমিটির সদস‍্য  আভাস রায়চৌধুরির গ্রেপ্তারের প্রতিবাদে  আজ পানিহাটিতে সিপিএমের তরফ থেকে  এক মহা মিছিলের আয়োজন করা হয়। এদিন এই প্রতিবাদ মিছিলে পা মেলান স্থানীয় এলাকার সমস্ত সিপিএমের  কর্মী সমর্থকরা। এদিন মিছিলে উপস্থিত  ছিলেন সিপিএমের  জেলা কমিটির সদস‍্য অর্নিবান  ভট্টাচার্য্য, পানিহাটি ১নং এরিয়া কমিটির সম্পাদক  মানিক পাল। জেলা কমিটির আর এক সদস‍্য শুভব্রত চক্রবর্তী প্রমুখ। 
এদিন মিছিল শেষে  জেলা কমিটির সদস‍্য অনির্বান ভট্টাচার্য্য  জানান বর্তমানে এ রাজ‍্যে গুন্ডা রাজ চলছে আর তার প্রতিবাদ করলে সরকার পুলিশ দিয়ে সিপিএমের  কর্মী সমর্থক নেতাদের র্নিমম ভাবে অত‍্যাচার শুধু  তাই নয় গ্রেপ্তার  করে হেনস্থা  করা হচ্ছে। তিনি আরো বলেন অবিলম্বে  এই রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর উচিত পদত‍্যাগ করা। অন‍্যায়ের বিরুদ্ধে  বামেদের লড়াই চলছে চলবে বলেও জানান অর্নাবান বাবু।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**