বিশ্বকর্মা পূজোর দিনে ভয়াবহ বিস্ফোরণ টিটাগড়ের স্কুলেঃ

 
আজ বিশ্বকর্মা পূজোর সকালে এক ভয়াবহ ঘটনার সাক্ষী  থাকল টিটাগড়বাসী। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ ক্লাস চলাকালীন   ফ্রি ইন্ডিয়া স্কুলে এক ভয়াবহ  বিস্ফোরণ  ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে  ছাত্রছাত্রী থেকে শুরু  করে শিক্ষক  সকলের মধ্যে আতঙ্কের সৃষ্টি  হয়। 
খবর পেয়ে  ঘটনাস্থলে পৌছায়  টিটাগড় থানার বিরাট পুলিশবাহিনী ও ডিসি সেন্ট্রাল।  ঘটনাস্থলে পৌছে পুরো এলাকা  ঘুরে দেখেন পুলিশ কর্তারা এরপর পুলিশের তরফে জানানো হয় ঘটনার তদন্ত চলছে। কিন্তু   স্কুলের ভিতরে হঠাৎ  করে কেন এমন ভয়াবহ  ঘটনা ঘটল তা নিয়ে পুলিশ  ধন্দে। 

এদিন স্কুল কতৃপক্ষের তরফে উদ্বেগ  প্রকাশ করে জানানো হয়  এই ঘটনাটি টিফিনের  সময়  ঘটলে আরো ভয়াবহ  আকার নিতে পারতো। এই ঘটনা পরে স্কুল কতৃপক্ষ থেকে  ছাত্রছাত্রী ও অভিভাবক  সবাই আতঙ্কে ভুগছে l
ঘটনা স্থানে উপস্থিত হন সিপিআইএম এবং সি আই টি ইউ উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদিকা গার্গী চ্যাটার্জী l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

বেহালায় সোমার " শাইন অ্যান্ড শ‍্যাডো "ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক!