লালবাজার ও নবান্নের নামে ২৫ লক্ষ টাকার আর্থিক প্রতারণা অভিযোগে গ্রেপ্তার এক*

 
স্বেচ্চাসেবী সংস্থার আড়ালে কখনো লালবাজারের আধিকারিকদের নাম করে কখনো নবান্নের নাম করে কয়েক দফায় প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারনার অভিযোগে গ্রেপ্তার এক। লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকেরা গ্রেপ্তার করে অভিযুক্ত সঞ্জয় সুরেখাকে। ধৃতকে আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখ্য রাজারহাটের বাসিন্দা রাজীব চৌধুরীর থেকে লালবাজার ও নবান্নের নাম করে কয়েক দফায় 
আনুমানিক প্রায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত সঞ্জয় সুরেখা। অভিযোগকারী রাজীব চৌধুরি ঘটনা সম্পর্কে লালবাজার গুন্ডা দমন শাখার জয়েন্ট কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন, পাশাপাশি ঘটনার বিবরন জানিয়ে হেয়ার স্ট্রীট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন কোর্টে দাঁড়িয়ে রাজীব চৌধুরি অভিযোগ করে বলেন, বিগত দিনে আমার বিরুদ্ধে ওঠা ভূয়ো মামলা থেকে আইনী পরামর্শ ও মামলার নাম করে কখনো লালবাজারের আধিকারিকের নাম করে তো কখনো নবান্নের আধিকারিকদের নাম করে কয়েক দফায় নগত ও ব্যাঙ্ক মারফত প্রায় ২৫লক্ষ টাকা আমার ও আমার মায়ের কাছ থেকে হাতিয়ে নেয় সঞ্জয় সুরেখা। এছাড়াও সঞ্জয় সুরেখা নাবালিকা মেয়েদের ছবি দিয়ে পর্ণগ্রাফি ছবি বানিয়ে বাজারে বিক্রি করতেন বলে অভিযোগ করেন রাজীব চৌধুরি। পাশাপাশি তিনি লালবাজার গুন্ডা দমন শাখার আধিকারিক সহ কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, লিখিত অভিযোগের পর আধিকারিকেরা যেভাবে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তাতে কৃতঞ্জতা জানাই, অপরদিকে রাজীব বাবু জানান, আদালতের ওপরে পূর্ণ আস্থা আছে, আমার দৃড় বিশ্বাস আমি সুবিচার পাবো। রবিবার ধৃতকে আদালতে তুলে ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৮৮, ২৮৯, ৪১১, ৪২০, ১২০-বি, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৭৮ সহ একাধিক ধারায় মামলা রুজু করে আদালতে তোলা হলে বিচারক ধৃতকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **