বর্ণাঢ্য অনুষ্ঠানে মাধ্যমে উদ্বোধন হল আমরা আছি ক্লাবের গনেশ পূজোরঃ
সিদ্ধিদাতা গনেশের আরাধনায় মাতবে সারা রাজ্য। আজ সেই গনেশ পূজো উপলক্ষ্যে বাঘাযতীন আমরা আছি ক্লাবের পূজো মন্ডপের দ্বার উৎঘাটন হয়ে গেল। এবার এই পূজো অষ্টম বর্ষে পা দিল। এদিন এ উপলক্ষ্যে পূজো মন্ডপে চাঁদের হাট বসেছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ সন্দীপন, তাছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ ও ডায়মন্ডহারবার যাদবপুর জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সার্ভে পার্ক থানার আধিকারিক তীর্থঙ্কর দে। এদিন সন্দীপন মহারাজ ও শুভাশীষ চক্রবর্তীর হাত ধরে এই পূজোর দ্বার উৎঘাটন হয়। পূজো কমিটির মুখ্য পৃষ্ঠপোষক পল্লব ঘোষ জানান করোনা কালে তারা তেমন ভাবে জাঁকজমক করে এই পূজো করতে পারেননি তবে এবার তারা পূজোটিকে সুন্দর রুপ প্রদান করেছেন। তিনি আরো জানান গনেশ পূজোর দিন ও পরের দিন এলাকাবাসী ও পথ চলতি মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়েছে। এদিন সাংসদ শুভাশীষ চক্রবর্তী জানান আমরা আছি ক্লাবের তথা এই পূজোর পৃষ্ঠপোষক পল্লব ঘোষের আমত্রনে এখানে আসতে পেরে তিনি খুব খুশী। এদিন সন্দীপন মহারাজ জানান সিদ্ধিদাতা গনেশের কাছে একটাই প্রার্থনা তিনি যেন সবার মঙ্গল করো!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন