**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**



বেলঘড়িয়ানিউ বাসুদেবপুর রোড অধিবাসীবৃন্দের ( নিউ কলোনি ) পক্ষ থেকে প্রথম বছর বসন্ত উৎসবের আয়োজন করা হয় বসন্ত উৎসব l অনুষ্ঠিত হয় কামারহাটি পৌরসভা পরিচালিত শিশু উদ্যানে l


 ধামসা মাদল তিনটে নাচের টিম তাদের শিল্পীরা নাচ পরিবেশন করেন ল সংগীত পরিবেশন করেন অনি দাম ও তার সম্প্রদায় আদিবাসী নৃত্য l ধামসা মাদলে মেতে ওঠে এলাকার মানুষেরা l তাদের সাথে অংশগ্রহণ করে গুণী মানুষের রাও । অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টরেট সুজন চক্রবর্তী ,

কামাহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা ,কামারহাটি পৌরসভার পৌর প্রতিনিধি বিমল সাহা ,কামারহাটি পৌরসভার পৌর প্রধান পরিষদ সদস্য শ্যামল চক্রবর্তী ,পানিহাটি পৌরসভার পৌর প্রতিনিধি সম্রাট চক্রবর্তী এবং দমদম লোকসভা কেন্দ্রের বিজেপির ও অডিনেটর কৌশিক চ্যাটার্জী সহ বিভিন্ন ব্যক্তিত্বরা । 

এলাকার মানুষ সহ শিশুরাও এই বসন্ত উৎসবে মেতে ওঠে । রাঙ্গিয়ে ওঠে রঙিন এ ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**