প্রতিবন্ধী ব্যক্তিদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান NlLDD সদর দপ্তর কলকাতা থেকে সরিয়ে নেওয়ার প্রতিবাদে আজ বরাহনগর হসপিটালে প্রতিবন্ধী সংগঠনের বিক্ষোভ কর্মসূচি :

পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সংগঠন সহ তিনটে প্রতিবন্ধী সংগঠনের যৌথ আন্দোলন অঙ্গ হিসেবে গত ৩ রা সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল সারা রাজ্যের থেকে প্রতিবন্ধী মানুষেরা l এই বিক্ষোভের অংশগ্রহণ করে আজ বরানগরে এনআইওএস l 

কেন্দ্রীয় মন্ত্রীর আসার কথা ছিল সেই খবর পেয়ে চারটে প্রতিবন্ধী সংগঠন যৌথভাবে এন আই ও এইচ এর সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে l কালো পতাকা এবং পোস্টার প্লাকার্ড নিয়ে তারা সমবেত হয় l এই দপ্তরের মন্ত্রী আসার কথা থাকলেও তিনি এখানে আসেন নি l তার পরে প্রতিবন্ধী বিক্ষোভকারীরা মিছিল করে ভিতরে গিয়ে বিক্ষোভ দেখায় l 

ভিতরে গিয়ে তারা বসে পড়ে এবং স্লোগান দেওয়া শুরু করে l গেটের সামনে সংক্ষিপ্ত সভায় হয় l এই সভায় বক্তব্য রাখেন কান্তি গাঙ্গুলি ,তনময় ভট্টাচার্য সহ প্রতিবন্ধী সংগঠনের নেতারা  বক্তব্য রাখেন l
 এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্তি গাঙ্গুলি ,তনময় ভট্টাচার্য এবং সমীর পুততুন্ড সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এবং রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিবন্ধী মানুষেরা l তাদের মূল দাবি প্রতিবন্ধী ব্যক্তিদের কেন্দ্রীয় প্রতিষ্ঠান NlLDD সদর দপ্তর কলকাতা থেকে সরিয়ে নেওয়ার যাবেনা তারি প্রতিবাদ আজকে বরানগরে l তাদের দাবি বাংলার প্রতি বঞ্চনা প্রতি রাজ্য সরকারের  হস্তক্ষেপ চাই l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**