মানবসেবায় আদ্যাপীঠ :

আজ ভাদ্র মাসের কৌশিকী অমাবশ্যা পুণ্য তিথিতে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ বিভিন্ন মানব সেবায় কাজ করবে সে কাজের অঙ্গ হিসেবে এস বি আই লাইফ পক্ষ থেকে আদ্যাপীঠের মানব সেবার কাজের সাথে যুক্ত l
 তাদের আরো মানবসেবার কাজকে শক্তিশালী করতে পাশে দাঁড়ানোর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া l লাইফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হলো সংস্থার হাতে l সেই অ্যাম্বুলেন্স এর মাধ্যমে প্রত্যন্ত গ্রামে গিয়ে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের চিকিৎসার সুযোগ করে দিতে পারবেন আদ্যাপীঠ মন্দিরের কর্তৃপক্ষরা l 

সেই সমস্ত গ্রামের মানুষ চিকিৎসার সুযোগ পাবে l তাদের কাছে আদ্যাপীঠ চিকিৎসার পরিসেবা পৌঁছে দেবে সেই লক্ষ্যেই আজকের এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উদ্বোধন l অনুষ্ঠানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কলকাতা রিজনাল শাখার পক্ষ থেকে আদ্যাপীঠের বিভিন্ন শাখার বিভিন্ন বিষয়ে তারা খোঁজখবর নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হেড অফিস বোম্বাই কে জানাই তারপরে তারা এই বিষয়ে অনুমোদন দেয় l তারই ফলশ্রুতিতে আজকের এই কর্মসূচি l

 উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্যাপীঠ সম্পাদক ব্রহ্মচারী ম্যুরাল ভাই মহেশ্বর l কুমার শর্মা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ম্যানেজার ,ডাইরেক্টর সি ই ও রবীন্দ্র কুমার এস বি আই লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন লিমিটেড এর প্রেসিডেন্ট অশ্বিনী কুমার দত্ত রিজনাল ডাইরেক্টর এদের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণ হয় l অ্যাম্বুলেন্স টির ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহেশ কুমার শর্মা সি ই ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডাইরেক্টর এবং ব্রহ্মচারী মুরাল ভাই অনুষ্ঠানটি হয় আদ্যাপীঠ মন্দিরের l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**