অসহায় মানুষের পাশে বেলঘড়িয়া দেশপ্রিয় নগর যুবক বৃন্দ :

বেলঘড়িয়া দেশপ্রিয় নগর যুবক বৃন্দর পক্ষ থেকে চতুর্থ বর্ষ ভাদ্র কালী পুজো কেন্দ্র করে যুবকবৃন্দ ক্লাব এর শুভ উদ্বোধন l করোনাভাইরাসে ফলে লকডাউন চলায় অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়েছেন অনেকেই l

 সেই সমস্ত অর্থনৈতিক সংকটে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে প্রায় ১৩০ জন মানুষের হাতে সবজি তুলে দেওয়া হয় l এই সবজি মধ্যে ছিল আলু পেঁপে পটল ঝিঙে বিভিন্ন ধরনের সবজি দিয়ে প্যাকেট করে l

 
এই অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হয় lএই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য বিমল সাহা এবং সমীরন দাস এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মদন মিত্র তার ছেলে সৌম্যদীপ মিত্র এই মঞ্চে উপস্থিত ছিলেন  l এবং মানুষের মঙ্গল কামনায় বক্তব্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন l বেলঘড়িয়া দেশপ্রিয় নগর যুবকবৃন্দ মঞ্চে থেকে তিনি বলেন তার পিতা বিধায়ক মদন মিত্র মানুষের পাশে থাকবেন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**