সিপিআইএমএল লিবারেশন সংগঠনের উদ্যোগে বেলঘড়িয়া তে চালু হলো আলাপন পাঠ্যপুস্তক গ্রন্থাগার :
শিক্ষা আনে চেতনা চেতনা আনে সমাজ পরিবর্তন l সমাজ পরিবর্তনের জন্য পড়ো এই স্লোগানকে সামনে রেখেই গড়ে উঠলো আলাপ পাঠ্যপুস্তক লাইব্রেরী l এই পাঠ্যপুস্তক লাইব্রেরীতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের বিভিন্ন বই থাকবে গত বছর থেকে করোনাভাইরাস এর জন্য যে লকডাউন চলছে এই ভাইরাসের জন্য স্কুল-কলেজ বন্ধ সাধারণ l
খেটে খাওয়া মানুষ অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়ছে l যার ফলে অনেক ছাত্র-ছাত্রী কে অর্থনৈতিক কারণে শিক্ষার আঙিনা থেকে সরে যেতে হচ্ছে l সে কারণেই সি পি আই এম এল লিবারেশন তাদের ছাত্র সংগঠনের ছাত্রদের উদ্যোগে গড়ে উঠেছে বেলঘড়িয়া ৪ নম্বর রেলগেট এর কাছে আলাপ লাইব্রেরী l সপ্তাহে দুদিন খোলা থাকবে l মাসে দু টাকা দিতে হবে কার্ড পুনর্নবীকরণ করার জন্য l ছাত্র-ছাত্রীদের একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক পাবে এবং একই সাথে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থা l
এখানে পাওয়া যাবে যে সমস্ত বই এই লাইব্রেরীতে পাওয়া যাবে না যারা উদ্যোক্তা আছেন তারা সেই বই জোগাড় করে সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের চাহিদা মত বইয়ের যোগান দেবে এই প্রতিষ্ঠান কর্মীরা l আজ এই পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অবনী হালদার বেলঘড়িয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন হাই স্কুলের প্রাক্তন শিক্ষক l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন