ঈদ উপলক্ষ্যে বস্ত্র বিতরণ কামারহাটি :

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম প্রধান উৎসব ঈদ । আর সেই উৎসব উপলক্ষ্যে সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সকল সদস্যদের উদ্যোগে কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রান্তিক নগর এলাকার দুষ্ট পরিবারের হাতে নতুন শাড়ি লুঙ্গি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। প্রায় কয়েকশো এলাকার মহিলা পুরুষদের জন্যে এই দিনের এই আয়োজন করা হয়। এমন কি এই দিন এলাকার বাচ্চাদের হাতেও একটি করে নতুন পোশাক দেওয়া হয়। কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা ও নিজের হাতে এলাকার প্রান্তিক মানুষদের হাতে নতুন পোশাক তুলে দেন। 
কারোর মুখে হাসি ফোঁটাতে । আবার কারোর কাছে বন্ধু হিসেবে সহায় হতে সচেষ্ট থাকে কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। এদিন ও তিনি ঈদ উপলক্ষ্যে তার ওয়ার্ডের দুস্ত পরিবারের সদস্যদের হাতে পোশাক তুলে দেন। এতে খুশি এলাকার মানুষেরাও। আগামী দিনেও একই ভাবে মানুষের সেবায় ব্রতী থাকবো আমরা। এমনই বললেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সভাপতি বুম্বা মুখার্জি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **