মে দিবস উপলক্ষে DYFI এর পক্ষ থেকে রাজ্য জুড়ে পালিত হল রক্তদান শিবির :


ডি ওয়াই এফ আই ১১ তম সর্বভারতীয় সম্মেলন হতে চলেছে। বিধান নগরে ডি ওয়াই এফ আই এর এই সর্বভারতীয় সম্মেলন প্রায় 22 বছর পরে কলকাতাতে হতে চলেছে ।  সেই সম্মেলনকে যুব সমাজের কাছে এবং সাধারণ মানুষের কাছে সংগঠনের বার্তাকে আরো বেশি করে পৌঁছে দেওয়ার জন্য ডি ওয়াই এফ আই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। তারই অঙ্গ হিসেবে আজ মহান এবং ঐতিহাসিক মে দিবস কে স্মরণ করে খরদা রবীন্দ্রভবনে সারাদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হয় সংগঠনের পক্ষ থেকে। সকালে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির ।
 এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা ও মানিকতলা ইএসআই হাসপাতালে ব্লাড ব্যাংকের কর্মীরা । এই রক্তদান শিবিরের মোট ১৮০  জন রক্তদাতাদের শরীরের মূল্যবান রক্ত স্বেচ্ছায় দান করেন। 
রক্তদান শিবির কে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডি ওয়াই এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি । এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিক্ষক তড়িৎ বরণ তপদার। সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি দেবজ্যোতি দাস ও সম্পাদক দিলীপ সাহা সহ ডিওয়াইএফআই এর রাজ্য এবং জেলার নেতৃত্বসহ এলাকার ডিওয়াইএফআই এসএফআই মহিলা সমিতি সিপিএমের কর্মী-সমর্থকরা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে এছাড়া সাইদা হালিম উপস্থিত ছিলেন। রক্তদান শুরুর আগে সংগঠনের শ্বেত  পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদান এবং এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আজকের সকালের কর্মসূচি শুরু হয় । এরপর দুপুরবেলায় গণসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবীন্দ্রভবনে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**