গ্যাস পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথসভা করে প্রতিবাদ জানালেন বেলঘড়িয়া ডি ওয়াই এফ আই কর্মীরা :

https://youtu.be/fa5pgakGFZ0ডি ওয়াই এফ আই বেলঘড়িয়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ১১তম সর্বভারতীয় সম্মেলন সফল করতে সমাবেশ সংঘটিত করলেন ।  বেলঘড়িয়া ফিডার রোড বাটার মোড়ে এই সমাবেশ সংঘটিত হয় l এই সমাবেশে সভাপতিত্ব করেন সুদীপ্ত রায় l 
বক্তব্য রাখেন সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য ঝন্টু মজুমদার ,সুব্রত চ্যাটার্জী ,সুজয় চ্যাটার্জি । এবং ডি ওয়াই এফ আই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি দেবজ্যোতি দাস lএই সভার প্রধান বক্তা ছিলেন মীনাক্ষী মুখার্জি ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সম্পাদিকা l 
এই সভা মঞ্চ থেকে সর্বভারতীয় সম্মেলন সফল করার জন্য ডি ওয়াই এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি বেলঘড়িয়া ডি ওয়াই এফ আই আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। আজকের সমাবেশ থেকে মীনাক্ষী মুখার্জি কেন্দ্রের গ্যাস পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ জানান । বেকার যুবকদের দাবি নিয়ে রাস্তায় থাকবেন ডি ওয়াই এফ আই কর্মীরা। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**