মে দিবসে নিজেদের দাবি আদায়ে রাজপথে দুর্বার মহিলা সংগঠনঃ
আজ মে দিবস সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকারের লড়াইকে কুর্নিশ জানানোর দিন। কিন্তু ওরা যে আজও নিজের অধিকার বুঝে পেল। সমাজ ওদের পেশাকে স্বিকৃতী দিল না বরং খারাপ চোখে দেখা এল ওদের হ্যা ওরা যৌনকর্মী ওরা সমাজের পিছিয়ে পড়া শ্রেণি। কিন্তু ওরাও তো মানুষ এ সমাজে আর পাঁচটা মানুষের মত ওদের বাচার অধিকার আছে ওদের কাজের স্বীকৃতি চাই আর সেই জন্য আজ ওরা রাজপথে নেমেছে নিজেদের অধিকার বুঝে নিতে। এদিন সোনাগাছি অবিনাশ কবিরাজ স্ট্রীট থেকে কম্পানী বাগান মাঠ পযর্ন্ত এক বিরাট মশাল মিছিলের আয়োজন করা হয় দুর্বার মহিলা সংগঠনের তরফে। এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক মদন মিত্র। তাছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা ও পৌরমাতাগন।
এদিন নিজেদের অধিকার বুঝে নিতে দুর্বারের কয়েকশো মহিলা সদস্য সংগঠনের সভানেত্রী বিশাখা লস্করের সাথে পা মেলান। তাদের একটাই দাবী এই পেশার স্বীকৃতি চাই। এদিন সভানেত্রী বিশাখা লস্কর বলেন সারা রাজ্যের যৌনকর্মীরা নিজেদের দাবী আদায়ের জন্য আজ রাজপথে নেমেছে পাশাপাশি পুলিশি জুলম বন্ধ করার জন্য তারা সরকারি হস্তক্ষেপ দাবী করেছেন। এদিন দুর্বারের জনসংযোগ আধিকারিক মহাশ্বেতা মুখার্জী বলেন দুর্বার সংগঠন তাদের দাবী আদায়ে আজ পথে নেমেছে এবং তাদের একটাই বক্তব্য এই পেশার সাথে যুক্ত মানুষগুলোকে সরকার সব রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিক। এদিন বিধায়ক মদন মিত্র তাদের এই দাবী কে সমর্থন করে সরকারের পাশে দাড়ানো উচিত বলেও জানান। মিছিল শেষে এদিন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন