ভাগাড়ের বর্জ্য ব্যবস্থাপনার সরাসরি প্রদর্শন হল নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজির 'টেকনো-ম্যানেজমেন্ট' ফেস্ট-এ :

https://youtu.be/wt-s7mD3MPY


জেআইএস গ্রুপের অন্তর্গত নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত দু'দিনব্যাপী এই অনুষ্ঠানের নাম - 'কৃতাঞ্জ' । জেআইএস গ্রুপের অন্তর্গত নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি বৃহস্পতি ও শুক্রবার (৫ ও ৬ই মে) মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় টেকনো-ম্যানেজমেন্ট ইভেন্ট - 'কৃতাঞ্জ'-এর আয়োজন করছিল কলেজ ক্যাম্পাসেই। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এমএসএমই বিভাগের যুগ্ম-পরিচালক দেবব্রত  মিত্র, এমসিআইআই-এর কর্মকর্তারা, এমবিএ চায়ওয়ালা-এর প্রতিষ্ঠাতা প্রফুল্ল বিল্লোর, বিখ্যাত কোডার রাজ বিক্রমাদিত্য ওরফে স্ট্রাইভার,  'হোয়্যার ইস দ্য ফুড'-এর সিইও সায়ন চক্রবর্তী, 
এবছরের উদ্বোধনী অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ বিষয় - ভাগাড়ের বর্জ্য ব্যবস্থাপনার ওপর এক অভিনব ধারণার সরাসরি বা লাইভ প্রদর্শন করা হয়েছিল আগরপাড়া স্টেশন রোডের কাছের ভাগার থেকে। এই বিশেষ প্রযুক্তির যার নাম টার্বো সেপারেটার মেশিন । এর লক্ষ্য বর্জ্য পদার্থ আলাদা করা এবং সেগুলির পরিমান যথাসম্ভব হ্রাস করা । এতে তিনটে চেম্বার রয়েছে তাতে একটি বিশেষ চেম্বার প্লাস্টিক । যা এখন সমাজের বিশেষে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাকে আলাদা করে চিহ্নিত করা । এই বিশেষ মেশিন তৈরি করতে ১৫০০০ টাকা ব্যায় করা হয় এবং ৮ জন ছাত্র ছাত্রী এই মেশিন বানিয়েছে । 10 কেজি জঞ্জাল এই মেশিনের মাধ্যমে আলাদা করা যায় । ইতিমধ্যেই স্থানীয় পৌরভাগুলির সঙ্গে যোগাযোগ করা হয়ে এবং তারাও আগ্রহী এই বিষয় নিয়ে । এই বিষয়ে বিশদে জানিয়েছেন ডক্টর বসরীদীপ মজুমদার, ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং, হেড অফ দা ডিপার্টমেন্ট । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**