রাজ্যের আটটি দলকে নিয়ে আয়োজিত হলো ফুটবল টুর্নামেন্ট :
বাঙালি সেরা খেলা ফুটবল। ২রা মে সারা রাজ্য জুড়ে তৃণমূল সরকারের একাদশতম বর্ষপূর্তি উৎযাপন হলো। আর সেই মতো খেলা হবে বলে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা আটটি দলকে নিয়ে আয়োজন করা হয় এক ফুটবল টুর্নামেন্টের। বেলঘরিয়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় কামারহাটি পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া নন্দননগর নিউ কলোনিতে ওয়ার্ডের কাউন্সিলর তপন আচার্যের তত্ত্বাবধানে আয়োজন করা হয় এইদিনের এই ফুটবল টুর্নামেন্টের। ঘোলা অ্যাসোসিয়েশন,ফুল পুকুর যুব সংঘ, কামারহাটি ফুটবল কোচিং সেন্টার,লাহা স্পোর্টিং,বোসপুকুর ইয়ংস্টার,হালতু মাতৃ সংঘ,দেশপ্রিয় ফুটবল কোচিং সেন্টার এবং ব্যান্ডেল বাণীচক্র - এই আটটি দলকে নিয়ে হয় এইদিনের এই ম্যাচ।
কামারহাটি পৌরসভার ৩০নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের আহ্বায়ক কুণাল ঘোষ এর সঞ্চালনায় সম্পন্ন হয় এই অনুষ্ঠান। দমদম সংসদীয় তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় আয়োজিত এই ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, সাংসদ সৌগত রায়, কাউন্সিলর বিমল সাহা, সৌমিত্র পুততুন্ড, মেঘনা মিত্র, মায়া দাস , স্বপন ঘোষ, কামারহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর নবীন ঘোষাল। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্বরা এবং বহু স্বনামধন্য খেলোয়াড়রা।
কামারহাটি পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের বালক সংঘ ক্লাবের মাঠে বিভিন্ন জেলা থেকে আসা আটটি দল নিয়ে আয়োজন করা হয় এক ফুটবল টুর্নামেন্টের। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ট্রফি সাথে দশ হাজার টাকা নগদ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় পাঁচ হাজার টাকা নগদ।
অনলাইন গেমের মাঝে মাঠে খেলার ঝোঁক p
ক্রমশই লোপ পাচ্ছে। তাই বর্তমান প্রজন্মকে মাঠে ময়দানে এনে খেলাধুলোর মাধ্যমে বাংলার ঐতিহ্যকে ধরে রাখার বার্তা তুলে দেওয়া হয় এইদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন