ব্যাংক বেসরকারিকরণ নীতি ভারতীয় অর্থনীতির ক্ষতি :

শ্রমিক দিবসে কলকাতা প্রেস ক্লাবে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবায় সরকারের ভ্রান্তনীতির প্রতিবাদে "অল ইন্ডিয়া নেশনালাইজড ব্যাংক অফিসার্স ফেডারেশন" এক সাংবাদিক বৈঠক করলেন। *এ আই এন বি ও এফ* এর সাধারন সম্পাদক সঞ্জয় দাস দেশের গ্রামীণ অর্থনীতিতে সংস্থার ভূমিকা গুরুত্ব আলোচনা করে জানালেন গ্রামাঞ্চলে মানুষের কাছে একমাত্র জাতীয় ব্যাঙ্কগুলিই ভরসা।  প্রত্যন্ত গ্রামাঞ্চলে জাতীয় ব্যাংকের শাখা আছে কিন্তু বেসরকারি ব্যাংকের কোন শাখা নেই। ব্যাংকের ক্রমাগত মুনাফা বৃদ্ধি হওয়া সত্বেও সরকার জাতীয়কৃত ব্যাংক গুলিকে বেসরকারিকরণ করার নীতি নিয়ে চলেছে। তাই জাতীয় সম্পদের বিরুদ্ধে সংস্থার দাবি- কোনমতেই সরকারি নীতি আয়োগের সুপারিশে জাতীয় কৃত ব্যাংক বেসরকারিকরণ করা যাবে না। এর ফলে সরকারি কর্মসংস্থান এর উপর যেমন চাপ পড়বে তেমন সাধারণ মানুষের সম্পদ ঝুঁকির মুখে পড়বে। খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের সম্পর্কে অনিশ্চিয়তায় ঠেলে দেওয়া চলবে না। ৬.৪২ লক্ষ গ্রামের মধ্যে মাত্র ৫০ হাজার গ্রামে ব্যাংকের শাখা রয়েছে। আমাদের দাবি বাকি গ্রামাঞ্চল গুলিতে ব্যাংকের শাখা বিস্তার করতে হবে। আমানতে সুদের হার বৃদ্ধি এবং পরিষেবা চার্জ কমানোর দাবি করছি। আদানি এবং আম্বানি গ্রুপের নেট *এন পি এ* ব্যাংকিং সেক্টর এর মোট কর্পোরেট *এন পি এ* থেকে বেশি। এই ধরনের বড় পুঁজিপতিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিয়ে সরকার বিভিন্ন *হেয়ারকাট* নীতি তৈরি করছে যা ঐ সম্পদের পুনরুদ্ধারের সম্ভাবনা ব্যাহত করছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**