পলি গুহ'র ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে নৃত্যlনুষ্ঠান :


পিটার গোমস এর কাছে মাত্র ১০বছর বয়সে নৃত্যের তালিম। এরপর রবীন্দ্রভারতী। ব্যক্তিগত ভাবে সান্নিধ্যে আসেন কথাকলি'র প্রবাদপুরুষ গোবিন্দন কুট্টি , ভারত নাট্যমের কিংবদন্তি মারুথাপা পিল্লাইয়ের কাছে। তাঁর নৃত্য গুরুদের তালিকায় আছেন_ নদীয়া সিং,বালকৃষ্ণন মেনন, রামকৃষ্ণ লাহিড়ী, মুরলীধর মাঝি। বেশকিছু পুরস্কার তাঁর নৃত্যশৈলীর স্বীকৃতি এনে দিয়েছে। নৃত্যের জগতে এমন একটি নাম *পলি গুহ*। তাঁর পঁচাত্তর বছর উপলক্ষে  ৯ এপ্রিল রবীন্দ্রসদনে রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্য মঞ্চায়ন করছে ইন্ডিয়ান কালচারাল ট্রুপ।
       
        অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন নৃত্যশিল্পী বন্দনা সেন। নৃত্যে ও গানে অংশ নেবেন পলি গুহ ও শ্রাবণী সেন, প্রদীপ্ত নিয়োগী,অলোক রায়চৌধুরী,  কোহিনুর সেন বরাট আশীষ সরকার ও রুদ্রাভ নিয়োগী, সুমন পন্থী।  শনিবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সেকথাই জানাল ইন্ডিয়ান কালচারাল ট্রুপ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**