**তুহিন সিনহার পরিচালনায় তৈরী "চরকি" ওয়েব সিরিজ**

"ঘুমিয়ে আছে শিশুর পিতা 
সব শিশুরই অন্তরে" কথাটা এভাবে বল
লেও ভুল হবে না " ঘুমিয়ে আছে শিশুর মাতা সব শিশুরই অন্তরে"।"মা" শব্দটাই যথেষ্ট তার সন্তানের কাছে সমস্ত বাধা, দুঃখ,কষ্ট,যন্ত্রনা দূর করার জন্যে।মমতাময়ী মায়ের আঁচল সব সময় সমস্ত রকমের বিপদ থেকে তার সন্তানকে দূরে রাখার জন্য সদাই তৎপর।এই মা ও তার সন্তানের ভালোবাসার টানাপোড়নের গল্প বলতে আসছে "চরকি"। স্বভূমী এন্টারটেনমেন্টের ব্যানারে ডঃ প্রবীর ভৌমিকের প্রযোজনায় তুহিন সিনহার পরিচালনায় তৈরী হয়েছে "চরকি" ওয়েব সিরিজটি।
সাধারনত ওয়েব সিরিজে খুন,চুরি,ডাকাতি,রহস্য যখন প্রধান বিষয় সেখানে তুহিন সিনহা তার ওয়েব সিরিজে সম্পর্কের টানা পোড়নের গল্প নিয়ে দর্শকের মাঝে হাজির হয়েছেন।একজন বছর চল্লিশের ছেলের সাথে এক কম বয়সী মেয়ের বিয়ে।যে অভিনেত্রী  হতে চেয়েছিল, যে তার কেরিয়ারটাকে প্রাধান্য দিতে চেয়েছিল সে মা হতে চাই নি আবার পরক্ষনে মা হওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে। মা হওয়ার লোভ,  মেয়ের জীবনে মা হওয়ার সাধ সেটাকে কেউ কোনদিন অস্বীকার করতে পারেনি,শেষমেষ রিমি ও সেই ভালোবাসার মায়াজালে আবদ্ধ হয়,সেও মা হওয়ার জন্যে লোভী হয়ে উঠে।সৌমিত্র কুন্ডুর সংগীত পরিচালানায় *ইন্দ্রানী সেনের কন্ঠে দর্শক আবার বহুদিন পর আবার রবীন্দ্র সঙ্গীত উপহার পাবেন এই "চরকি" ওয়েব সিরিজে। 
হাঁসির রাজা *খরাজ মুখার্জীকে* ও আমরা দেখতে পবো এক অন্য রকম চরিত্রে এখানে একজন ডঃ চরিত্রে যে প্রতি নিয়তি রিমিকে বুঝিয়ে চলেছেন মা শব্দটার যথার্থতা। রিমির চরিত্রে অভিনয় করছেন শ্রেয়াসা ঘোষ,অনন্তর চরিত্রে অভিনয় করছেন ডঃ প্রবীর ভৌমিক ও "চরকি" চরিত্রে অভিনয় করেছে *দেবকন্যা হাজরা*।এছাড়াও 
*তপন রায়* ,*বনশ্রী রায়*, *কাজু হালদার *অনুসূয়া পাত্র* ,*ইতি দাস*, *শতাব্দী দাস,অরিত্র* আরও অনেকে।চিত্রগ্রহন করেছেন পার্থ রক্ষিত।ছবিটি শীঘ্রই মুক্তি পাবে রিফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**