উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা তৃণমূল কংগ্রেসের উদ্যোগেঃ
আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর জীবনে দ্বিতীয় বড় পরীক্ষার প্রাক্কালে ছাত্রছাত্রীদের পাশে রাজপুর সোনারপুর পৌরসভার সতেরো নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ। এদিন রাজপুর বিদ্যানীধী হাইস্কুলে তৃণমূল ছাত্রপরিষদের উদ্যোগে পরীক্ষার্থীদের গোলাপ ফুল পেন জলের বোতল দিয়ে স্বাগত জানানো হয় তাছাড়া প্রত্যেক ছাত্রছাত্রীদের কপালে দই চন্দনের ফোটা দেওয়া হয় যা একটি অভিনব উদ্যোগ। এদিন এই উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গনে উপস্থিত ছিলেন সতেরো নং ওয়ার্ডের তৃণমূল নেতা রাজীব চন্দ্র, দঃচব্বিশ পরগনা জেলা তৃণমূল ছাত্রপরিষদের কোয়ার্ডিনেটর সোমনাথ বনিক। রাজপুর টাউন তৃণমূল ছাত্রপরিষদের কার্যকারি সভাপতি আকাশ ঘোষ।
রাজীববাবু জানান জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় যাতে ছাত্রছাত্রীরা না ঘাবড়ে যায় তাই তাদের পাশে থাকার জন্য এমন উদ্যোগ। পাশাপাশি জেলা তৃণমূল ছাত্রপরিষদের কোয়ার্ডিনেটর সোমনাথ বনিক জানান তারা সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছেন। এদিন দেখা গেল সোমনাথ বাবুর উদ্যোগে ছাত্রছাত্রীদের সিট নং দেখে দেওয়ার ব্যবস্থা করা হয়।
এদিন সতেরো নং ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শিশির ভট্টাচার্য্যের উদ্যোগে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানো ব্যবস্থা করা হয়। এই ঘটনায় রাজপুরের রাজনীতিতে আলোড়ন তৈরী হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন