রাজপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল নেতৃত্বে রাজীব চন্দ্রঃ
উত্তর প্রদেশের বারানসীতে ভোট প্রচারে গিয়ে হেনস্থার মুখে পড়তে হয় তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে। আজ তারই প্রতিবাদে রাজপুরের সতেরো নং ওয়ার্ডে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। এই মিছিলের সতেরো নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রাজীব চন্দ্র। এদিন মিছিলে বহু তৃণমূল কর্মী সমর্থক পা মেলান মিছিলটি সারা ওয়ার্ড প্রদক্ষিন করে।
মিছিল শেষে এদিন রাজীব চন্দ্র মুখ্যমন্ত্রীকে হেনস্থার তীব্র প্রতিবাদ করেন তিনি বলেন বিজেপির রাজনৈতিক মোকাবেলা করার ক্ষমতা নেই তাই এই ঘটনা ঘটিয়েছে। তবে এই ঘটনা প্রমাণ করে দিয়েছে বারানসীতে মমতা বন্দোপাধ্যায়ের জনপ্রিয়তা দেখে বিজেপি ভয় পেয়েছে বলেও তিনি জানান। এদিন এই বিক্ষোভ মিছিল থেকে স্থানীয় ওয়ার্ডের জয়ী নির্দল প্রার্থীর বিরুদ্ধে শ্লোগান ওঠে। এই প্রসঙ্গে রাজীব বাবু বলেন নির্বাচনী ফল ঘোষনার পর থেকে এলাকায় একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছেন নির্দল প্রার্থী। তিনি বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কর্মীদের হুমকি দিচ্ছেন বলেও জানান রাজীব বাবু এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবী করছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন