পৌরনির্বাচন শেষ হতে না হতেই আক্রান্ত হল কামারহাটি সিপিএমের পার্টি অফিস :
গতকাল পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই রাতের অন্ধকারে cpi-m পার্টি অফিস ভাঙচুর চালানো হলো l অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে l ঘটনাটি ঘটেছে কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর বিটি রোড সরকারি আবাসন বিটি রোড থেকে আবাসনের ভিতরে ঢুকতেই বাঁদিকে সিপিএমের পার্টি অফিস । দীর্ঘদিন ধরে রয়েছে এই পার্টি অফিস বেলঘড়িয়া এরিয়া কমিটির অন্তর্গত দক্ষিণ-পশ্চিম শাখা ।
এছাড়াও এই শাখা অফিস থেকে ১৬ নম্বর ওয়ার্ডের সমস্ত রকম রাজনৈতিক কর্মসূচি রূপায়ণে হয় সেই পার্টি অফিসে । গতকাল রাতে অন্ধকারে তৃণমূল দুষ্কৃতীরা আক্রমণ চালায় ।জানলার কাঁচ পোস্টার লাইট ভেঙে দেওয়া হয়। ঘরের ভিতরে কাচ ছড়িয়ে পড়ে আছে ও ইট ভিতরে পড়ে আছে । এই আবাসনের মানুষরা সকালবেলায় ঘুরতে বেড়াই তাদের এই চোখে প্রথম পরে তারপরে সেখানকার সিপিএমের নেতৃত্বের কাছে খবর যায় । তারা এসে দেখতে পায় পার্টি অফিসের জানলা ভাঙচুর হয়েছে । এই খবর পেয়ে ঘটনাস্থলে জান সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য এবং বেলঘড়িয়া কমিটির সম্পাদক ঝন্টু মজুমদার । সিপিএমের কর্মী-সমর্থকরা পার্টি অফিসে এসে হাজির হয়। ঝন্টু মজুমদার জানান তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এই তাণ্ডব চালায় । তিনি এও জানেন তাদের পক্ষ থেকে বেলঘড়িয়া থানা অভিযোগ জানানো হয়েছে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন