সমাজে পিছিয়ে পরা মহিলাদের নিয়ে দীর্ঘ তেইশ বছর ধরে লড়াই করছেন বালির মহাশ্বেতা মুখার্জীঃ

 

আজ আন্তর্জাতিক  নারী দিবস। ২০২২সালে দাড়িয়ে আমরা আজও বলতে পারিনা সমাজে নারীরা নিরাপদ কিনা। প্রতি নিয়ত আমার  বা আপনার মা বোন মেয়েরা অত‍্যাচারিত হচ্ছে  কোন না কোন কারনে। আবার কোন নিরাপরাধ মহিলাকে ভালোবাসার নামে পতিতা পল্লী তে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই সব পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে কাজ করছেন বালির মহাশ্বেতা মুখার্জী। দীর্ঘ তেইশ বছর দুর্বার মহিলা সংগঠনের জনসংযোগ  আধিকারিকের দায়িত্ব  যথাযথ  পালন করছেন মহাশ্বেতা দেবী। আজ নারী দিবসে আমাদের মুখোমুখি  হয়ে তুলে ধরলেন অনেক অজানা তথ‍্য। এদিন সকাল থেকে দেখা গেল তিনি কতটা ব‍্যস্ত। সকাল বেলা নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের  নিয়ে তিনি পৌছে গেছিলেন কলকাতা যাদুঘরে সেখানে তাকে উষ্ণ অভ‍্যর্থনা জানা যাদুঘরের এডুকেশনাল  অফিসার সায়ন ভট্টাচার্য্য। 

এদিন যৌনকর্মীদের ছেলেমেয়েদের সারা যাদুঘর ঘুরিয়ে  দেখানোর ব‍্যবস্থা করা হয়  আমরা পদাতিক  সংগঠন এবং  মহাশ্বেতা মুখার্জীর উদ্যোগে এরপর চেতলা রাখাল দাস আঢ‍্য লেনে  দূর্বার মহিলা সমিতির তরফে একটি অনুষ্ঠান করা হয় যার নাম দেওয়া হয় সব নারী  সমান এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব তার কাধে ছিল।আমাদের মুখোমুখি  হয়ে তুলে ধরলেন  দীর্ঘ কর্ম জীবনের অভিজ্ঞতা। বললেন সমাজে পিছিয়ে পড়া মেয়েদের মূল স্রোতে ফেরানোই তার লক্ষ‍্য। আর তারজন‍্য তার এই লড়াই। নিষিদ্ধ  পল্লীর মেয়েদের কাছে তিনি কতটা কাছের মানুষ তা বোঝা  গেল দূর্বার মহিলা সমিতির সভানেত্রী বিশাখা নস্করের কথায়। তিনি বলেন মহাশ্বেতা দির জন‍্য  আজ কত মেয়ে সমাজের মূল স্রোতে ফিরেছে। আর চিরকাল প্রচার বিমুখ মহাশ্বেতা মুখার্জী বলেন দূর্বার মহিলা সমিতির প্রতিষ্ঠাতা  ডাঃ স্বরজিৎ জানার কর্ম কাণ্ড কে এগিয়ে  নিয়ে যাওয়া তার লক্ষ‍্য। কর্মজীবনের সেরা মুহুর্তের কথা বলতে গিয়ে  জানালেন।বহু বছর আগে দিল্লিতে  যৌনকর্মীদের দাবি নিয়ে আন্দোলন এবং  তা সফল হওয়া সেরা মূহুর্ত। কাজের পাশাপাশি  পরিবার বিশেষ  করে নিজের ছোট্ট  নাতীর সাথে সময় কাটাতে বেশী  ভালোবাসেন তিনি 
সবশেষে  বলাই যায় মহিলাদের নিয়ে  এই লড়াইয়ে  মহাশ্বেতা দেবী যে সমাজে এক উল্লেখযোগ্য  নাম তা বলার অপেক্ষা  রাখে না। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**