সবুজ ঝড়েও অটুট জোড়া পাতাঃ
আজ ছিল একশো আটটি পৌরসভার গননা তাই সকাল থেকে বাকি পৌরসভা গুলির মতো রাজপুর সোনারপুর পৌরসভার দিকে নজর ছিল সবার। বিশেষত সতেরো নং ওয়ার্ডের ফলাফল নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল ছিল কি হয় কি হয়। এবার সতেরো নং তৃণমূলের মাথাব্যাথার কারন ছিল ঐ ওয়ার্ডের প্রাক্তন কোয়ার্ডিনেটর শিশির ভট্টাচার্য্য পল্টু দা। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে জোড়াপাতা চিহ্নে দাড়িয়ে প্রবল তৃণমূল ঝড়ের মধ্যেও ৯৫৫ভোটে জয়ী হন। এবার বহু নাটকীয় পটপরিবর্তনের মধ্যে দিয়ে সতেরো নং ভোট হয়। ভোটের দিন ইভিএম ভাংচুর ও ছাপ্পার অভিযোগ তোলেন শিশির বাবু এবং তার বিরুদ্ধ প্রার্থী রাজীব চন্দ্র। তাই এদিন সকাল থেকে সবার চোখ ছিল এই ওয়ার্ডের ফলাফলের ওপর। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মানুষের রায় কিন্তু জোড়া পাতা অর্থাৎ শিশির বাবুর দিকে যায়। জয়ী হবার পর টেলিফোনে শিশির বাবু জানান তিনি খুবই খুশী এই ফলাফলে। মানুষ সত্যের পক্ষে রায় দিয়েছেন বলে তার মত। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে সচ্ছ ভাব মূর্তির শিশির বিরোধীদের সব কুৎসা কে দূরে সরিয়ে জয়ী হয়েছেন। এখন দেখার বিষয় শিশির বাবু কি তার পুরনো দলে আবার ফিরবেন নাকি আগামী পাঁচ বছর নির্দল হয়ে এলাকার মানুষের পাশে থাকবেন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন