কলকাতা বইমেলায় অনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল কাকলি ঘোষের কবিতার বইঃ


  কথায় আছে যে রাঁধে সে ভালো চুল বাঁধে। হ‍্যা ঠিক তাই প্রতিনিয়ত যে মানুষটি সমাজকে অন্ধকার থেকে আলোয় ফেরানোর চেষ্টা  করছে সেই সাহসী পুলিশ অফিসার  কাকলি ঘোষের কবিতার বই আজ বইমেলায় প্রকাশিত হল। কাকলি ঘোষ নামটার সাথে অনেকে আমরা পরিচিত তিনি বারুইপুর পুলিশ জেলার বারুইপুর মহিলা থানার ইনেসপেক্টার ইন চার্জ। প্রতি নিয়ত অপরাধ জগতের  সাথে লড়াই  করা কাকলিদেবীর অবসর সময়ে প্রথম পছন্দ  একটু লেখালেখি করা। আর একটু লেখালেখি  তাকে সারা রাজ‍্যের বইপ্রেমী মানুষের মনে জায়েগা করে দিতে সাহায্য  করছে। 
আজ কলকাতা বই মেলায় দাঁড়াবার জায়েগা প্রকাশনীর উদ্যোগে তার কবিতার বই প্রকাশিত হয়। এদিন বইপ্রকাশ অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন বাচিক শিল্পী  ব্রততী বন্দোপাধ‍্যায়,কবি শ্রীজাত, রাজনীতিবিদ দেবাশীষ কুমার, বইমেলার উদ্যোগতা ত্রিদিব চট্টোপাধ্যায়  প্রমুখ। অনুষ্ঠানে  কাকলিদেবী বলেন তার এই বইয়ের মুল বিষয় বস্তু অনেকগুলি যেমন কিছু কবিতা কোভিড মহামারি নিয়ে লেখা  আবার কিছু কবিতা বর্তমান  প্রেম ভালোবাসা কেন্দ্রীক, কিছু কবিতা বর্তমান সময় নিয়ে লেখা। এদিন বই প্রকাশ উপলক্ষ্যে  পাঠকদের নিজে হাতে অটোগ্রাফ দেওয়া বই তুলে দেন কাকলিদেবী। আগামীদিনে তার বই পাঠকদের মন জয় করবে বলে প্রকাশনী সংস্থার আশা। কর্মক্ষেত্রে কাকলিদেবী বরাবর অত‍্যাচারিত নারীদের পাশে থেকেছেন এবং  তাদের সমাজে মুল স্রোতে ফিরিয়ে এনেছেন তাই এই নারীদিবসে তাকে সরকারের তরফে নারী সন্মান দেওয়া হয়েছে। সবশেষে বলা যায় বারুইপুরের মানুসের কাছে কাকলি ঘোষ শুধু  পুলিশ দিদি নয় একজন কবি ও কাছের মানুষ। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**