কাকদ্বীপের মানুষের পাশে সমাজসেবী বুম্বা ও তার সংগঠন প্রচেষ্টা পরিবারঃ


 কথায় আছে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আর এই কথাটা আরো একবার  প্রমাণ করে দিলেন সোনারপুরের বুম্বা ও তার প্রচেষ্টা  পরিবারের সদস্যরা। এদিন কাকদ্বীপের ঢোলারহাটে বিজননগর গ্রামে মহিলাদের মধ‍্যে স্বাস্থ্য  সচেতনতা বৃদ্ধির  লক্ষে প্রায় স্থানীয় একশো জন মহিলার মধ‍্যে  স‍্যানিটারি ন‍্যাপকিন বিলি করা হয়।

 তাছাড়া  এদিন স্থানীয় বাসিন্দা মিহির  সর্দার ও তার স্ত্রীর ব‍্যবস্থাপনায় ও প্রচেষ্টা  পরিবারের উদ্যোগে এলাকার  ছোট ছোট শিশুদের  নিয়ে  একটি অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয় আর সেই  উপলক্ষ্যে  শিশুদের  হাতে আঁকার সামগ্রী  তুলে দেওয়া হয়। বুম্বা বাবু আমাদের জানান তিনি দঃ চব্বিশ  পরগনার প্রত‍্যন্ত এলাকার নারী ও শিশুদের  নিয়ে  সব সময়  কাজ করেন এবং  তাকে বিশেষ ভাবে সাহায‍্য করেন আর এক বিশিষ্ট  সমাজসেবী দুষ্টু  ভট্টাচার্য্য। 
আজকের এই অনুষ্ঠানে  প্রচেষ্টা  পরিবারের  সকল সদস‍্য উপস্থিত ছিলেন। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**