২২ এর পৌর নির্বাচনে পোস্টাল ব্যালট ভোট দিচ্ছেন পানিহাটি অঞ্চলে সরকারি কর্মচারীরা :

আগামী ২৭ শে ফেব্রুয়ারি পশ্চিমবাংলায় পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে l একই সাথে পানিহাটি পৌরসভা পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে l সেই পৌর নির্বাচনে যে সমস্ত সরকারি কর্মচারীরা নির্বাচনের কাজে যাবেন তাদের পোস্টাল ব্যালট ভোট দিচ্ছেন পানিহাটি অঞ্চলে l

 যে সমস্ত সরকারি কর্মচারীরা থাকেন নির্বাচনে কাজে যাবেন তারা দুদিন আজ এবং আগামীকাল তাদের ভোট দান করতে পারবেন লোকসংস্কৃতি ভবনে l পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার কাজ চলছে l বিরাট লাইন এবং ভোট কর্মীরা ভোট নেওয়ার কাজের ব্যস্ততা l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**