পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে পানিহাটি পৌর নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ :
পৌরসভা নির্বাচন ঘোষণার পরে বিভিন্ন পৌরসভায় অঞ্চলে বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে l তারই অঙ্গ হিসেবে আজ সন্ধ্যায় পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে পানিহাটি পৌরসভা নির্বাচনের বামফ্রন্টের প্রার্থী তালিকা এবং পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয় l সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ইশতেহার প্রকাশ করেন l এই সম্মেলনে উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের দুলাল চক্রবর্তী এবং উপস্থিত ছিলেন সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য ও শিক্ষক আন্দোলনের নেতা শুভব্রত চক্রবর্তী l সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য এবং আর এসপির উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম নেতৃত্ব পঙ্কজ ঘোষ l ফরওয়ার্ড ব্লকের উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম নেতৃত্ব স্বপন দাস সি পি আই নেতা সুখেন্দু গোস্বামী সহ প্রার্থী এবং সিপিআই(এম )নেতৃত্বরা l
৩৫ টি ওয়ার্ডের মধ্যে ১০ জন প্রার্থী আছে রেড ভলেন্টিয়ার এর কাজ করা নতুন মুখ মহিলা প্রার্থী ইশতেহার প্রকাশ করা হয় l সেই ইশতেহারের মধ্যে দিয়ে পানিহাটির উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত তোলাবাজ স্বজনপোষণ মুক্ত পানিহাটি পৌর সভা গড়ে তোলা তাদের প্রধান লক্ষ্য l জিতে আসার পরে পৌরসভার যে ফাঁকা জায়গা আছে সরকারি নিয়ম নীতি মেনে সেই জায়গায় রিকুটমেন্ট করা পার্মানেন্ট স্টাফ এবং বয়স্কদের জন্য বৃদ্ধাবাস ও বাচ্চাদের জন্য বাচ্চা রাখার হোম এই ধরনের গণমুখী কর্মসূচি সামনে রেখেই আগামী পৌরসভা নির্বাচনে পানিহাটি বামফ্রন্ট নামতে চলেছে l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন