কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে ব্যস্ত প্রদীপ মজুমদার :

কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডে রবিবাসরীয় ভোট প্রচার করলেন বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য এবং প্রাক্তন জেলার যুব আন্দোলনের নেতা প্রদীপ মজুমদার l এই ২৯ নম্বর ওয়ার্ড হিন্দি ভাষাভাষী মানুষ এবং বিভিন্ন ভাষার মানুষের বসবাস l কারণ বয়লার কারখানা ও তার সাথে উদ্বাস্তু অঞ্চল নিয়ে এই ওয়ার্ড টি l 

এখানে যেমন শিল্প আছে ঠিক তার পাশাপাশি উদ্বাস্তু অঞ্চল আছে l ওপার বাংলা থেকে মানুষ এসে এপার বাংলায় বসবাস করছে l এখানেই আসা মানুষ মাথা উপর আস্তানা খুঁজে নেন গড়ে ওঠে বিভিন্ন কলোনি l এই অঞ্চলের দুটি বড় সমস্যা একটি হল পরিস্রুত মিষ্টি পানীয় জল এবং অপরটি অল্প বৃষ্টিতেই এলাকায় জলমগ্ন হয়ে থাকে l দীর্ঘদিন ধরে এবং সবচেয়ে বড় যে সমস্যা এই অঞ্চলে সেটা হচ্ছে শেষ ২০১৫ সাল পর থেকে এই অঞ্চলটি বারবার উত্তেজনা সৃষ্টি হয়েছে l বিভিন্ন ঘটনা ঘটেছে l অঞ্চল  টি অল্প বৃষ্টির জন্যই জলমগ্ন হয়ে যায় l 
এর ফলে এই অঞ্চলের একটি বড় শিল্প কারখানা আছে l যতক্ষণ না জল নামবে ততক্ষণ কারখানার উৎপাদন বন্ধ থাকে l এইরকম একটি অঞ্চলের এবছরের বামফ্রন্টের প্রার্থী প্রদীপ মজুমদার l তিনি জানান মানুষ যদি তাকে ভরসা করে নির্বাচিত করেন তবে প্রথম কাজ হবে এলাকায় শান্তি-শৃঙ্খলা স্থাপন করা এবং পরবর্তী পরিস্রুত মিষ্টি পানীয় জলের এবং অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় সেই জল নিকাশের ব্যবস্থা করা l আর নির্বাচিত না হলেও রাজনৈতিকভাবে নতুন পৌরসভা গঠনের পরে এই অঞ্চলের মানুষকে নিয়ে লাগাতার আন্দোলন গড়ে তোলার ডেপুটেশন দেওয়া পৌরসভায় এই দাবি আদায় করে আনতেই হবে এলাকার মানুষের সাথে l  

শেষ পৌরসভা নির্বাচনে যেভাবে এই অঞ্চলে ভোট লুট করা হয়েছে এবছর সেই ভোট লুট করতে হলে আমাকে হাসপাতালে পাঠিয়ে তার পরে করতে হবে l প্রদীপ মজুমদার বলেন তাদেরকে এই অঞ্চলের মানুষের কাছে আবেদন যাকেই ভোট দিন সকাল সকাল ভোট দিন এবং নিজের ভোট নিজে দিন ভোট লুট করতে দেবেন না l  সেই ভোট লুট আটকাবার জন্য এলাকার মানুষকে নিয়েই সেদিন আমরা পথে থাকবো l
এবং ভোট প্রচার এর মাঝেই প্রার্থী প্রদীপ মজুমদার টেক্সমাকো ভয়েস ক্লাব মাঠে ছেলেদের সাথে ক্রিকেটও খেলেন l মাঠে এই মিষ্টি রোদে গা গরম করছিলেন বয়স্ক মানুষ থেকে যুব সম্প্রদায় তাদের সাথে কথা বলেন l  প্রার্থী হিসেবে পরিচয় পর্ব এই ফাঁকে সেরে নেন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**