সোদপুরে আবার ডাকাতের উৎপাত :

সোদপুর ১৫ নম্বর নিলগঞ্জ রোডের নব কৈলাস অ্যাপার্টমেন্টের চারতলায় বসবাসকারী কুন্তল মুখার্জি ও শ্রেয়া রায় দীর্ঘ ১০ বছর ধরে এই আবাসনে বসবাস করেন l গতকাল কুন্তল বাবু অফিসে যান আর কুন্তল বাবুর স্ত্রী শ্রেয়া রায় গিয়েছিলেন অন্যত্র সে সময়ই দুষ্কৃতীরা ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে সমস্ত কিছু লন্ডভন্ড করে প্রায় ১৫ ভরি সোনার গহনা সহ নগদ ৩০ হাজার টাকা চুরি হয়ে যায় l আবাসনের নিরাপত্তা রক্ষী থাকা সত্বেও কিভাবে দুষ্কৃতীরা এই আবাসনের ঢুকলো তা নিয়ে উঠছে প্রশ্ন l 

চরম অনিশ্চয়তায় করেছেন এই দম্পতি। কুন্তল বাবু জানান তিনি রাত্রি নটা সময় বাড়ি ফিরছিলেন l তিনি নিজের বাড়ির সামনে এসে দেখেন সমস্ত লাইট জালানো এবং দরজার তালা ভাঙ্গা। পরবর্তীতে তিনি খড়দা থানা  অভিযোগ জানায় l খড়দা থানা থেকে আধিকারিকরা এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যায়। দুষ্কৃতীরা এসে সারা জীবনের রোজগারের সঞ্চয় করা সোনা ও তার স্ত্রী এর বিয়ের গয়না, তার ছেলের অন্নপ্রাশনের সমস্ত গয়না নিয়ে গেছে l এবং প্রায় ১২থেকে ১৫ ভরি সোনা l বাজার মূল্য ১০ থেকে ১২ লাখ টাকা। তিনি প্রশ্ন তুলছেন ফ্ল্যাটে সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও কিভাবে এই চুরি। ফ্লাটের দরজা ভাঙতে ও আলমারি লুট করতে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। সিকিউরিটি থাকতেও এতটা সময় নিয়ে এই দুষ্কৃতীরা কিভাবে চুরি করল  থেকে গেল প্রশ্ন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**