খরদা পৌরসভার নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করলেন খরদা বামফ্রন্ট :

পৌরসভা নির্বাচন ঘোষণার পরেই বিভিন্ন জায়গায় বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থীর নাম এবং তালিকা ঘোষণা করা হচ্ছে l খরদা পৌরসভার নির্বাচনে খর্দাহ বামফ্রন্ট এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে খরদা পৌরসভার নির্বাচনের প্রার্থীর তালিকা প্রকাশ করা হলো l 
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সি আই টি ইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি এবং সিপিআই(এম) রাজ্য কমিটির অন্যতম সদস্য সুভাষ মুখার্জি ,সজল গুহ এবং বাবন সরকার সহ সমস্ত পার্টির সদস্য এবং পার্টির কর্মী প্রার্থীরা উপস্থিত থেকে এই সাংবাদিক সম্মেলন করেন l খরদা রহড়া এরিয়া কমিটির অফিসে খরদা স্টেশন রোডে সাংবাদিক সম্মেলন হয় l এই প্রার্থী তালিকায় বামেদের রেড ভলেন্টিয়ার সহ প্রচুর নতুন প্রজন্মের মুখ দেখা যায় l তালিকা মহিলাদের প্রাধান্য দেখা যায় l এই সম্মেলন থেকে জয়ের আশা করছে খরদা বামফ্রন্ট l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**