পাড়ায় শিক্ষা নয় শিক্ষাঙ্গনে শিক্ষার ব্যবস্থা চালু করার দাবিতে এ বি টি এ ব্যারাকপুর প্রশাসনিক ভবনে বিক্ষোভ :
এ বি টি এ ব্যারাকপুর মহকুমার দক্ষিণ শাখার পক্ষ থেকে আজ পাড়ায় শিক্ষা নয় শিক্ষাঙ্গনে শিক্ষার ব্যবস্থা চালু করার দাবিতে সমস্ত স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে 8 দফা দাবিতে ডিআই অফিসে ডেপুটেশন l আজ দুপুরে এ বি টি এ ব্যারাকপুর মহকুমা দক্ষিণ শাখার পক্ষ থেকে ব্যারাকপুর স্টেশন চত্বরে জমায়েত হয়ে ওখানে বিক্ষোভ সভা সংগঠিত হয় l
এই বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন ব্যারাকপুর মহকুমার শাখার সদস্য ইমতিয়াজ আহমেদ l সভায় বক্তব্য রাখেন এ বি টি এর রাজ্য সভাপতি কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য ,অমর বন্দ্যোপাধ্যায় শুভব্রত চক্রবর্তী l বক্তব্য শেষে সেখান থেকে মিছিল করে ঘোষপাড়া রোড ধরে ঘোষপাড়া রোড ব্যারাকপুর শিক্ষা ভবন ডি আই অফিসে ডেপুটেশন দেওয়া হয় l এই ডেপুটেশনে পাঁচজনের প্রতিনিধি দল ডি আই শান্তনু সিংহ তার কাছে আট দফা দাবি সনদ দেওয়া হয় l এই প্রতিনিধি দলে ছিলেন কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য ,শুভব্রত চক্রবর্তী ,অমর বন্দ্যোপাধ্যায় ,সুদীপ চৌধুরী এবং এ বি টি এর উ:২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক অশোক রায় l এবং শিক্ষা ভবনের সামনে ডেপুটেশন চলাকালীন সংক্ষিপ্ত বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন