২২ শে পৌর নির্বাচনে খরদা বামফ্রন্ট প্রচারে এগিয়ে :
আগামী পৌরসভা নির্বাচনে খরদা বামফ্রন্টের পক্ষ থেকে খরদা চিটাগর এরিয়া কমিটির উদ্যোগে খরদা পৌরসভার ২২ টি ওয়ার্ডের মধ্যে খরদা স্টেশন এর পশ্চিম দিকের ১০ টি ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের কে নিয়ে কেন্দ্রীয় মিছিল l খরদা স্টেশন রোডের সূর্যসেন নগরের থেকে শুরু হয় স্টেশন রোড ধরে বিটি রোড খরদা থানার পাশ দিয়ে পি জি মোর হয়ে হসপিটাল রোড এসে শেষ হয় l
প্রায় ১৩ কিলোমিটার পথ ধরে বামফ্রন্টের দশজন ক্যান্ডিডেট কে নিয়ে কেন্দ্রীয় মিছিল সংঘটিত হয় l এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য এবং ডিওয়াইএফআই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি দেবজ্যোতি দাস l অংশুমান সান্যাল এরিয়া কমিটির সম্পাদক, বাবন সরকার সহ ছাত্র যুব মহিলা সাধারণ কর্মী সমর্থকরা এই সুসজ্জিত মিছিলে অংশগ্রহণ করেন l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন