প্রচারে বেরিয়ে প্রতিপক্ষকে লালকার্ড বামপ্রার্থী অর্চনা মিত্রেরঃ
সোনারপুর পৌরসভার ষোল নং ওয়ার্ডের বাম প্রার্থী অর্চনা মিত্র আজ নিজের এলাকার বোসপাড়ায় বাড়ি বাড়ি প্রচার সারলেন। এদিন তিনি আমাদের মুখোমুখি হয়ে জানালেন ষোল নং তিনি কাউকে প্রতিপক্ষ হিসাবে ভাবছেন না তাই তার জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। তিনি আরো বলেন বিগত দিনে এই ওয়ার্ডে পৌরমাতা থাকাকালীন তিনি যে উন্নয়ন করছেন সেটা দেখে মানুষ ভোট দেবেন। এদিন প্রচারে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন বলে তিনি জানান তাছাড়া এদিন নিজের সমর্থনে এলাকায় একটি দেওয়াল লিখন করেন :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন