অরুপ ভদ্রের স্মৃতিতে চক্ষু পরীক্ষা শিবির বাঘাযতীনেঃ

 তৃণমূল জয়হিন্দ বাহিনীর  সভাপতি  পল্লব কান্তি  ঘোষের উদ্যোগে  আজ প্রয়াত তৃণমূল  নেতা তথা বারুইপুরের প্রাক্তন  বিধায়ক ও জেলা সভাপতি  অরুপ ভদ্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা  জানিয়ে এক চক্ষু পরীক্ষা  শিবিরের আয়োজন করা হয় এছাড়াও  এদিন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা  জানিয়ে একটি ছোট্ট  স্বরণ সভা করা হয়। 
এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন মগরাহাটের বিধায়ক নমিতা সাহা, জেলা পরিষদের উপ অধ‍্যক্ষ জয়ন্ত ভদ্র, পঞ্চায়েত সমিতির অধ‍্যক্ষ রবীন্দ্রনাথ  সাহা, আইন কলেজের অধ‍্যক্ষ  অমিত চট্টোপাধ্যায়  প্রমুখ। এদিন বিধায়ক নমিতা সাহা প্রয়াত  নেতা অরুপ ভদ্রের স্মৃতিচারণ  করতে গিয়ে  বলেন বামদূর্গ এই জেলার প্রতিটা অঞ্চলে ঘাসফুল  ফোটানোর অন‍্যতম কারিগর অরুপ বাবু। তিনি জেলার সংগঠনকে এক নতুন পথ দেখান। জয়হিন্দ বাহিনীর  সভাপতি  পল্লব বাবু বলেন  অরুপ বাবু ছিলেন তার রাজনৈতিক  গুরু।  তার লড়াই  জেলার সমস্ত তৃণমূল  কর্মীরা মনে রাখবে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**