৭৩তম প্রজাতন্ত্র দিবসে সম্প্রতির এক অনন‍্য নজীর গড়ল আমরা কজন ক্লাবঃ

 ভারতের ৭৩তম প্রজাতন্ত্র  দিবস সারা দেশ জুড়ে  মহা সমারোহে পালিত হচ্ছে  এই দিনটি। আজকের  দিনটি কে আরো স্বরণীয় করে রাখতে একটু অন‍্যভাবে জাতীয়  পতাকা  উত্তোলন করে সম্প্রতির এক অনন‍্য নজীর গড়ল গড়িয়ার বোয়ালিয়া  আমরা কজন ক্লাব। চারিদিকে যখন সম্প্রতির পরিবেশ নষ্ট   হচ্ছে  ঠিক সেই সময় ক্লাবের তরফে  স্থানীয় মসজিদের  ইমাম ও স্থানীয় কালি মন্দিরের পুরোহিত কে দিয়ে একযোগে    জাতীয়  পতাকা  উত্তোলন করানো হয়। ক্লাবের তরফে জানানো হয় কেন্দ্রীয়  সরকার  যেখানে  নেতাজীর ট‍্যাবলো কে নেতাজী জন্মদিবসে বাতিল  ঘোষনা করছে ঠিক সেই  সময়  এমন উদ্যোগে সম্প্রতির এক অনন্য  নজীর সৃষ্টি  করবে। 
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**