পোস্টগুলি

জানুয়ারী, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

৪ঠা ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে *আমার পরিবার*

ছবি
"এ গোল্ডেনডিয়ার এন্টারটেইনমেন্ট "প্রযোজনা সংস্থা তাদের পরবর্তী সিনেমা *"আমার পরিবার"* রিলিজ করতে চলেছে খুব শ্রীগঘই!সিনেমাটির প্রযোজক  শেলি রায় এবং সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রিন্স(আরিয়ান প্রিন্স রায়)!সুপারহিট সিনেমা "নাজেনেমন",""দিলের বাজে বারোটা" র পর এটি প্রযোজক সংস্থার তিন নম্বর সিনেমা!সিনেমার কাহিনী,চিত্তনাট্যও, এবং ডাইরেকশন করেছেন অভিনেতা প্রিন্স স্বয়ং!ছ ফুট এক ইঞ্চি লম্বা,সুদর্শন নায়ক প্রিন্স তার একান্ত সাক্ষাৎকারে ছবির গল্প নিয়ে কিছুটা আলোচনা করেছে ! খুব বাস্তব ধর্মী একটা গল্প!করোনা মহামারী,লোকডাউন এর প্রভাবে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি গুলোতে কর্মহীন হয়ে কিভাবে জীবন যাপন করেছে,সেটাই ফুটিয়ে তুলে ধরা হয়েছে এই সিনেমাতে!ছবিতে প্রিন্স এর চরিত্রের নাম জয়!জয় একজন শিক্ষিত,বেকার যুবক!সামান্য টিউশন পড়িয়া সংসার চালাই!সংসারে কর্মহীন বৃদ্ধ বাবা,অসুস্থ মা,ছোট ভাই,ডিভোর্সই দিদি এবং ছোট ভাগ্নি আছে!সবার পেট চালানোর দায়িত্ব জয় এর ওপর!লোকডাউন এ সাধারণ বাড়ির একটা যুবকের সংসার চালানোর জীবন সংগ্রাম এবং তার পরিপ্রেক্ষিতে একট...

রাজপুরে প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজী সুভাষচন্দ্র বসু গান্ধী জীর মত মনীষিরাঃ

ছবি
 আজ ভারতের  প্রজাতন্ত্র দিবস আর সেই অনুষ্ঠানের বিশেষ অতিথি  সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর,  গান্ধীজীর মতো মনিষীরা। কি ভাবতে অবাক লাগছে। হ‍্যা এমন এক অভিনব উদ্যোগ নিল রাজপুর ঈদ মিলন কমিটি।  তাদের উদ্যোগে অনুষ্ঠান মঞ্চের প্রথম সারিতে এসব মনিষীর প্রতিকৃতি ঠাই পেয়েছে। এদিন এক বর্নময় শোভাযাত্রার আয়োজন করা হয় কমিটির তরফে  যেখানে কমিটির সদস‍্যরা ও বহু মানুষ পা মেলান। কমিটির তরফে মুন্না জাকির মন্ডল বলেন রক্তের  সংকট  মেটাতে তার আজ  রক্তদান  শিবিরের  আয়োজন করেছেন। যেখানে অনেকে রক্ত দিয়েছেন।  সঞ্চিত রক্ত  পিপলস ব্লাড ব‍্যাঙ্কে জমা হবে বলে তিনি জানান। এদিন এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  স্থানীয় বিধায়ক অরুন্ধতী মৈত্র, পৌর প্রশাসক পল্লব দাস, বিধায়ক কাঞ্চন মল্লিক, আইনজীবী  শিবাশীষ ব‍্যানার্জী প্রমুখ।

৭৩তম প্রজাতন্ত্র দিবসে সম্প্রতির এক অনন‍্য নজীর গড়ল আমরা কজন ক্লাবঃ

ছবি
 ভারতের ৭৩তম প্রজাতন্ত্র  দিবস সারা দেশ জুড়ে  মহা সমারোহে পালিত হচ্ছে  এই দিনটি। আজকের  দিনটি কে আরো স্বরণীয় করে রাখতে একটু অন‍্যভাবে জাতীয়  পতাকা  উত্তোলন করে সম্প্রতির এক অনন‍্য নজীর গড়ল গড়িয়ার বোয়ালিয়া  আমরা কজন ক্লাব। চারিদিকে যখন সম্প্রতির পরিবেশ নষ্ট   হচ্ছে  ঠিক সেই সময় ক্লাবের তরফে  স্থানীয় মসজিদের  ইমাম ও স্থানীয় কালি মন্দিরের পুরোহিত কে দিয়ে একযোগে    জাতীয়  পতাকা  উত্তোলন করানো হয়। ক্লাবের তরফে জানানো হয় কেন্দ্রীয়  সরকার  যেখানে  নেতাজীর ট‍্যাবলো কে নেতাজী জন্মদিবসে বাতিল  ঘোষনা করছে ঠিক সেই  সময়  এমন উদ্যোগে সম্প্রতির এক অনন্য  নজীর সৃষ্টি  করবে।