রাজপুরে প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজী সুভাষচন্দ্র বসু গান্ধী জীর মত মনীষিরাঃ

 আজ ভারতের  প্রজাতন্ত্র দিবস আর সেই অনুষ্ঠানের বিশেষ অতিথি  সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর,  গান্ধীজীর মতো মনিষীরা। কি ভাবতে অবাক লাগছে। হ‍্যা এমন এক অভিনব উদ্যোগ নিল রাজপুর ঈদ মিলন কমিটি।
 তাদের উদ্যোগে অনুষ্ঠান মঞ্চের প্রথম সারিতে এসব মনিষীর প্রতিকৃতি ঠাই পেয়েছে। এদিন এক বর্নময় শোভাযাত্রার আয়োজন করা হয় কমিটির তরফে  যেখানে কমিটির সদস‍্যরা ও বহু মানুষ পা মেলান। কমিটির তরফে মুন্না জাকির মন্ডল বলেন রক্তের  সংকট  মেটাতে তার আজ  রক্তদান  শিবিরের  আয়োজন করেছেন। যেখানে অনেকে রক্ত দিয়েছেন।
 সঞ্চিত রক্ত  পিপলস ব্লাড ব‍্যাঙ্কে জমা হবে বলে তিনি জানান। এদিন এই অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন  স্থানীয় বিধায়ক অরুন্ধতী মৈত্র, পৌর প্রশাসক পল্লব দাস, বিধায়ক কাঞ্চন মল্লিক, আইনজীবী  শিবাশীষ ব‍্যানার্জী প্রমুখ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**