৪ঠা ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে *আমার পরিবার*

"এ গোল্ডেনডিয়ার এন্টারটেইনমেন্ট "প্রযোজনা সংস্থা তাদের পরবর্তী সিনেমা *"আমার পরিবার"* রিলিজ করতে চলেছে খুব শ্রীগঘই!সিনেমাটির প্রযোজক  শেলি রায় এবং সিনেমাটির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রিন্স(আরিয়ান প্রিন্স রায়)!সুপারহিট সিনেমা "নাজেনেমন",""দিলের বাজে বারোটা" র পর এটি প্রযোজক সংস্থার তিন নম্বর সিনেমা!সিনেমার কাহিনী,চিত্তনাট্যও, এবং ডাইরেকশন করেছেন অভিনেতা প্রিন্স স্বয়ং!ছ ফুট এক ইঞ্চি লম্বা,সুদর্শন নায়ক প্রিন্স তার একান্ত সাক্ষাৎকারে ছবির গল্প নিয়ে কিছুটা আলোচনা করেছে !

খুব বাস্তব ধর্মী একটা গল্প!করোনা মহামারী,লোকডাউন এর প্রভাবে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি গুলোতে কর্মহীন হয়ে কিভাবে জীবন যাপন করেছে,সেটাই ফুটিয়ে তুলে ধরা হয়েছে এই সিনেমাতে!ছবিতে প্রিন্স এর চরিত্রের নাম জয়!জয় একজন শিক্ষিত,বেকার যুবক!সামান্য টিউশন পড়িয়া সংসার চালাই!সংসারে কর্মহীন বৃদ্ধ বাবা,অসুস্থ মা,ছোট ভাই,ডিভোর্সই দিদি এবং ছোট ভাগ্নি আছে!সবার পেট চালানোর দায়িত্ব জয় এর ওপর!লোকডাউন এ সাধারণ বাড়ির একটা যুবকের সংসার চালানোর জীবন সংগ্রাম এবং তার পরিপ্রেক্ষিতে একটা যুবকের আত্মত্যাগের কাহিনীকে তুলে ধরা হয়েছে!ছবিতে প্রিন্স ছাড়াও বেদরস্রী,অনুময়,সুশীল,ঋতুপর্ণা, রাখি এবং একঝাঁক নতুন মুখ অভিনয় করেছেন  l দর্শকপর্ণ সিনেমা হল নিয়ে  ছবিটি মুক্তি পাবে!"এ  গোল্ডেনডিয়ার এন্টারটেইনমেন্ট" এর ইউটুবে চ্যানেল এ ছবিটির টিজার,গান প্রকাশিত হয়েছে!:শংকর প্রসাদ সোহম, সুমিত্রা সোহম....ছবি তে গান গেয়েছেন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **