খরদা উপনির্বাচনে দেবজ্যোতি দাস এর জয় লাভের সমর্থনে খরদা জুড়ে বামেদের দেয়াল লিখন কর্মসূচি :

খরদা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন ঘোষণা হতেই খরদা বিধানসভা কেন্দ্রের বামপন্থী মনোনীত সিপিআই(এম )প্রার্থী দেবজ্যোতি দাসের নামে  বামপন্থী সংগঠনের কর্মীরা দেয়াল লেখার কাজ শুরু করে দিলেন l 

নির্বাচনের ঢাকের কাঠি বেজে গেল শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ার সাথে সাথে l তাই খরদা মানুষের মন পেতে উপ নির্বাচনে জয় লাভের আশায় পাড়ায় পাড়ায় দেয়াল লিখনের মধ্য দিয়ে পার্টির প্রচার শুরু করে দিলেন খরদা বামপন্থী কর্মীসমর্থকরা l
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**