খড়দায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খাদ্য দ্রব্য বিতরনঃ
আজ খড়দা শহর তৃণমূল কংগ্রেসের ১৮ নং ওয়ার্ডের উদ্যোগে লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে খাদ্য দ্রব্য তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে মূল অতিথি ছিলেন সায়নদেব চট্টোপাধ্যায়, তাছাড়াও ছিলেন খড়দা শহর তৃণমূল সভাপতি সুকণ্ঠ বনিক,তৃনমূল মিডিয়া সেলের নেতা কমল চক্রবর্তী, অন্বয় দে, মৌসুমী মুখোপাধ্যায় প্রমুখ।
এদিনের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের তরফে চাল ডাল ইত্যাদি অত্যাবসকীয় পন্য সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে তৃণমূল সোস্যাল মিডিয়া সেলের নেত্রী মৌসুমী মুখোপাধ্যায় অতিথিদের পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানান।
এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সায়নদেব বাবু জানান খড়দা তার কাছে দ্বিতীয় ঘর খড়দা বাসী আমার কাছে আত্মীয়মতো। পরপর তিন রবিবার খড়দায় আসতে পেরে আমি আপ্লুত। তিনি আরো বলেন বিপদের দিনে মানুষের প্রকৃত বন্ধু মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী।
খড়দা শহর তৃণমূল সভাপতি সুকণ্ঠ বনিক বনিক বলেন তারা মানুষের সাথে আছেন থাকবেন।লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকতে পেরে তারা খুশি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন