পানিহাটি পৌরসভা পক্ষ থেকে আজ দুপুরে পানিহাটি পৌরসভা ভবনে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করেন l এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভা পৌর প্রশাসক মলয় রায় l পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সোমনাথ দে এ ছাড়াও পৌরসভার আধিকারিকরা উপস্থিত ছিলেন l পৌরসভার ই ও এবং পৌর প্রশাসক মলয় রায় পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সম্বন্ধে জানান l পানিহাটি পৌরসভা অন্তর্গত পঁয়ত্রিশটি ওয়ার্ডে এখন বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এসেছে l বর্তমানে ২২৩ জন আক্রান্ত আছেন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার এবং ৯০৯ জন মোট আক্রান্ত হয় l মৃত্যুর সংখ্যা ২৯৩ l আমাদের সেফ হোমে সংখ্যা কমেছে কিন্তু আমরা আক্রান্তের সংখ্যা কমলে ও যাতে আক্রান্তের সংখ্যা আর না বাড়ে সে কারণেই রাজ্য সরকার যেভাবে নির্দেশিকা পাঠাচ্ছেন আমরা সেইভাবে কাজ করছি l এলাকার সমস্ত বাজার গুলো আজকে পরিদর্শন করা হয় l পুলিশকে সাথে নিয়ে প্রত্যেক দোকান থেকে বলা হয়েছে মাক্স ছাড়া স্যানিটাইজার ছাড়া কোন জিনিসপত্র বিক্রি করা হবে যাবে না l সাবধানতা অবলম্বন করতে হবে l সরকারি যে বিধি নিষেধ আছে বাজার খোলা এবং বন্ধ করার সেই বিধি-নিষেধ যারা মানবেন না তাদের শাস্তির ব্যবস্থা করা পুলিশের পক্ষ থেকে সেগুলো দেখবে পুলিশ l আজ পুলিশকে সাথে নিয়ে বাজারে প্রচার করা হয় এবং আগামী দিনে ও বাদবাকি বাজার এবং অঞ্চলের দোকানদারদের কে এবং মানুষকে আমরা সচেতন করব l ভ্যাকসিন এর অভাব আছে ভ্যাকসিন আসলে আমরা সর্বস্তরের মানুষকে সমানভাবে সমস্ত ওয়ার্ডের সেই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে l মলয় রায় বাবু জানান পানিহাটির মানুষের উদ্দেশ্যে সরকারি নিয়ম বিধি মেনে চলার জন্য সব সময়ের জন্য মাক্স হ্যান্ড স্যানিটাইজার এবং দূরত্ব বজায় রাখার কথা বলেন এবং সাবধানতা অবলম্বন করা যেতে পানিহাটির অঞ্চলের এই রোগে আক্রান্তের সংখ্যা আর যাতে না বাড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য পানিহাটির মানুষের উদ্দেশ্যে তিনি এ কথা জানান এবং সম্বন্ধে জানান l বহুতল যে সমস্ত আবাসন আছে বড় বড় সেখানে প্রচুর মানুষ বয়স্করা আছেন তারা আসতে পারছেন না সে কারণে সেখানে ক্যাম্প করে এই ভ্যাকসিন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় পৌরসভার পক্ষ থেকে l আমাদের পৌরসভা অঞ্চলের বেশিরভাগ সরকারি নিয়ম অনুযায়ী যারা রিস্কা চালক ভ্যান চালক হকার সবজি ব্যবসায়ী মাছ ব্যবসায়ী বাজারগুলোতে এই ভ্যাকসিন দেওয়ার কাজ বেশির ভাগটাই শেষ হয়ে গেছে l যে পরিমাণ এর ভ্যাকসিন এর দরকার আমরা সরকারের কাছে চেয়েছি কিন্তু সেই পরিমাণ ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে এই সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারছিনা l এই কাজটি আমরা শেষ করতে পারছি না l আগামীকাল পৌরসভার আধিকারিক এবং পৌর প্রশাসক মন্ডলীর সদস্য এস ডি ও ব্যারাকপুর এর কাছে যাবেন তাদের কাছে এই আবেদন রাখবেন যে পরিমাণ ভ্যাকসিন সেই ভ্যাকসিনের পরিমাণটা তারা যাতে পায় সঠিকভাবে সেই দিকে দৃষ্টি রাখার জন্য এসডিও এবং ডিএমকে পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে l বার বার করে আজকে ও ভার্চুয়ালি ডিএমএস অথবা হয় সেই সভায় তো এই কথা বলা হয় বললেন মলয় বাবু l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন