পানিহাটিতে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি হচ্ছে তার প্রতিবাদ আজ পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন :

পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে আজ দুপুরে পানিহাটি সিপিআই(এম )এক নম্বর এরিয়া কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় l সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পানিহাটি বামফ্রন্টের আহবায়ক দুলাল চক্রবর্তী ,সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য এবং শুভব্রত চক্রবর্তী এবং ফরওয়ার্ড ব্লকের জেলার নেতৃত্ব l প্রাক্তন পৌর প্রতিনিধি স্বপন দাস, পানিহাটি পৌরসভার সিপিআই(এম) প্রাক্তন কাউন্সিলর অনির্বাণ সরকার এবং দুটো এরিয়া কমিটির সম্পাদক কিশোর বিশ্বাস ও অদ্বৈত পাল l এই সাংবাদিক সম্মেলনে পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে আহবায়ক দুলাল চক্রবর্তী জানান l এ বছর বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাবার পর পানিহাটি অঞ্চলের কিছু কিছু জায়গায় বামফ্রন্টের কর্মীদের উপর এবং পার্টি অফিসের উপরে আক্রমণ হয়  কিন্তু আমরা সেভাবে এই বিষয়টিকে দেখি নি l তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জি সরকার গঠন করার  পর বিরোধীদের কণ্ঠরোধ করা চেষ্টা করছে l বিরুদ্ধে উপরে আক্রমণ এটা আশা করা যায়নি l এইবার যে ঘটনাটি ঘটেছে গত ১৩ ই জুন ট্যাক্সিচালক এবং সিপিআই(এম )কর্মী বাপ দাস এর বাড়ি সামনে গাড়ি দীর্ঘদিন ধরে রাখে l ট্যাক্সি চালিয়ে জীবন জীবিকা চালান তার ট্যাক্সিটি ভেঙে দেওয়া হয় l পুলিশকে অভিযোগ জানাতে গেলে পুলিশ বলে আগে ইনস্পেকশন করা হবে l সেই ইনস্পেকশন করা হয় কিন্তু ঘোলা থানার যাবার পরেও ডাইরি নেওয়া হয় নি l ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ হচ্ছে সিপিআই(এম) বামফ্রন্টের যারা কো-অর্ডিনেটর আছেন এবং কংগ্রেসের কো-অর্ডিনেটর যারা আছেন তাদেরকে ভ্যাকসিনের কোপন দেওয়া হচ্ছে না l শুধু শাসকদলের কো-অর্ডিনেটর যারা আছে তাদেরকেই দেওয়া হচ্ছে lএই স্বজনপোষণ বন্ধ করতে হবে l

 কো-অর্ডিনেটর দের বাড়িতে ওয়ার্ডের মানুষরা সকাল থেকে লাইন দিচ্ছে l আবার ভ্যাকসিন দেওয়ার জন্য লাইন দিতে হচ্ছে l এই কাজ বন্ধ করে সর্বসাধারণের জন্য সরল সাধারণ ভাবে যাতে ভ্যাকসিন দিতে পারে নাগরিকেরা তার ব্যবস্থা করা l ভ্যাকসিনের কুপন নিয়ম দুর্নীতি দেখা দিচ্ছে এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে l ফ্রন্টলাইনে যারা কাজ করছেন হকার ,রিস্কা চালক ও ভ্যান চালক ,এবং বাজারের দোকানদারদের অবিলম্বে ভ্যাকসিন দিতে হবে  l এই কর্মসূচি অবিলম্বে শেষ করতে হবে  l এই বিষয় নিয়ে সাংবাদি সম্মেলন করেন বামফ্রন্টের পক্ষ থেকে এবং আগামী সোমবার দুপুর দুটো পানিহাটি পৌরসভা পৌর প্রশাসক এর সাথে বামফ্রন্টের একটি প্রতিনিধি দল যাবেন l তাদের সাথে কথা বলবেন l এই বিষয়গুলো নিয়ে এবং বিরোধীদের ওপর যে আক্রমণ হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা l সেই দিকে শাসক দলের নেতৃত্ব দৃষ্টি আকর্ষণ করা এই সাংবাদিক সম্মেলনের থেকে উঠে আসে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**