বাবার মৃত্যু বার্ষিকীতে সাধারণ মানুষের মধ‍্যে খাদ‍্যদ্রব‍্য বিতরন করলেন চুঁচুড়া আ‍্যঞ্জেলাঃ

 করোনা আবহে আজ মানবজাতি বড় অসহায়  দুবেলা দুমুঠো খাবার জোগাড়  করা আজ বড়ই  কঠিন এই লকডাউনের বাজারে।তাই অসহায়  মানুষদের পাশে দাড়াতে এগিয়ে এসেছে চুঁচুড়ার মেয়ে আ‍্যাঞ্জেলা। নিজের পিতা স্বর্গীয়  আশীষ রাহার তৃতীয়  মৃত্যু  বার্ষিক  উপলক্ষ্যে  আজ চুঁচুড়া  খারুয়াবাজার এলাকায়  প্রায় ষাট জন মানুষকে চাল,ডাল নুন তেল ইত্যাদি  দিয়ে সাহায্য  করেন। 


অনুষ্ঠানে  আমাদের মুখোমুখি  হয়ে আ‍্যঞ্জেলা জানান তার বাবার অনুপ্রেরণায়  আজ তিনি এই কাজ করতে পেরেছেন। অসহায়   মানুষগুলির মুখে  অন্ন তুলে দিতে পেরে তার বাবার আত্মাকে তিনি শ্রদ্ধা  জানাতে পেরেছেন একজন মেয়ের কাছে এটাই  গর্বের। আগামী দিনে  আশীষ বাবুর স্মৃতিতে তিনি এমন কাজ করতে চান। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**