কোরনা রোগীদের পাশে বেলঘড়িয়া সবুজ সাথী ক্লাব :

বেলঘড়িয়া সবুজ সাথী ক্লাব এর উদ্যোগে বেলঘড়িয়া শহর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহযোগিতা সবুজ সাথী ক্লাব এর আহবায়ক এবং কামারহাটি পৌরসভা প্রশাসক মন্ডলীর সদস্য সমীরণ দাস নেতৃত্বে এবং সমগ্র অনুষ্ঠানটি  আয়োজক প্রতীম তালুকদার সহযোগিতায় ২৩ শে মে ২০২১ থেকে মা রান্নাঘর কর্মসূচি সূচনা হয় l


 প্রথম ১০০ কোরনা পরিবার থেকে শুরু করে ২০০ জন পরিবারের হাতে প্রতিদিন রান্না করা খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেন সবুজ সাথী সদস্যরা l এই অনুষ্ঠানকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন কামারহাটি পৌরসভা মুখ্য প্রশাসক গোপাল সাহা ও অশোকনগর বিধানসভা কেন্দ্র বিধায়ক নারায়ন গোস্বামী l এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ শ্রীকুমার ব্যানার্জি, অধ্যাপক সায়ন মুখার্জি. তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা l মা রান্নাঘর কর্মসূচিতে এলাকা মানুষ উপকৃত হয়েছেন  l এছাড়া এই কাজে যারা অংশগ্রহণ করেছেন তারা এই কাজ করে আনন্দ প্রকাশ করেন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**