খাল সংস্কারের উদ্যোগী কামারহাটি পৌরসভা :

কামারহাটি পৌরসভা কামারহাটি বিধানসভা বরানগর বিধানসভা দুই বিধানসভার বিধায়ক এবং সাংসদ সহ ৩৫ টি ওয়ার্ডের কো-অর্ডিনেটর এবং পৌরসভার পৌর প্রশাসক সহ সকলকে  নিয়ে নিকাশি ব্যবস্থা এবং পানীয় জল সহ কামারহাটি পৌরসভার উন্নয়ন নিয়ে উচ্চ পর্যায় সভা হয় l সমস্ত ওয়ার্ডের কো-অর্ডিনেটর দের কাছ থেকে বিস্তারিত ভাবে আলোচনা করা হয় প্রস্তাব দেওয়া হয় l তার পরেই পৌর ও নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর উপস্থিতিতে গতকাল কামারহাটি পৌরসভার বোর্ড রুমে উচ্চ পর্যায়ের আলোচনা হয় l সেই আলোচনার ২৪ ঘন্টার মধ্যে কে এম ডি এ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিশির বৈদ্য সহ ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের টিম  গঠন করে কামারহাটি পৌরসভার আসেন l 


পৌর প্রশাসক গোপাল সাহার সাথে কথা বলে l নিকাশি ব্যবস্থা কতটা তাড়াতাড়ি সমস্যার সমাধান করা যায় তা নিয়ে আলোচনার করা হয় এবং পরে পর্যবেক্ষণের জন্য  বাগজোলা খাল এবং দাতিয়া খাল এই দুটি খালের সংযোগস্থল বেলঘড়িয়া বি টি রোডের ওপর L9 বাস স্ট্যান্ডের কাছে সেখানে তারা জান l তার পরে বিভিন্ন জায়গা ঘুরে তারা দেখেন এমডি এর পক্ষ থেকে l যে কাজ হচ্ছে নিকাশি ব্যবস্থা আরো সুন্দর করে তুলতে তাড়াতাড়ি যাতে বর্ষার জল বেরিয়ে যেতে পারে সে কারণেই এই পরিদর্শনে আসেন  l কাজের গতিবিধি দেখবার জন্য এসেছিল কেএমডিএ উচ্চ পর্যায়ের এই টিম l পানিহাটি বিরাট অঞ্চলের জল কামারহাটির এই বাগজোলা খাল দিয়ে পাম্পিং স্টেশন এর মাধ্যমে বের করা হয় l এছাড়াও দাতিয়া খালের উপর নির্ভর করে আড়িয়াদহ অঞ্চলের বিরাট একটা অংশ ফিডার রোড নওদাপাড়া কালাচাঁদ স্কুলের মোড় আড়িয়াদহ এই অঞ্চলের জল এবং বি টি রোডের জল আগরপাড়া অঞ্চলের জল ২৮ নম্বর ওয়ার্ড শ্রীপল্লি ২৯ নম্বর ওয়ার্ডে টেক্সমাকো এবং নিলগঞ্জ রোড, বিভা দুই নম্বর রেলগেট সংলগ্ন অঞ্চল ফিডার রোড এই অঞ্চল গুলোর জল নিকাশ ব্যবস্থা নির্ভর করে এই দাতিয়া খাল এবং বাগজোলা খালে উপর l 

সেই খাল সংস্কার এবং ব্রিটিশ আমলে তৈরি বিটি রোডের উপরে যে পাইপ দিয়ে জল যাওয়ার ব্যবস্থা করা ছিল সেটাকে সংস্কার করা l তার কাজ শুরু পাশ দিয়ে ১৬ মিলিমিটার মোটা লোহার প্লেটের পাইপ ভূতল গর্ভের মধ্যে দিয়ে বি টি রোডের নিজ দিয়ে পাঠানো হচ্ছে যার মধ্যে দিয়ে দাতিয়া খালের জল বি টি রোডের  পশ্চিম দিক থেকে পূর্বদিকে যায় lপাম্পিং স্টেশন এর মধ্যে দিয়ে তা পাস করানো হয় বাগজোলা খাল এর মধ্যে দিয়ে এই বর্ষার আসার আগেই বাগজোলা খাল এবং দাতিয়া খালের ড্রেজিং করা হবে lকারণ অনেক জায়গায় মাটি জমে চরা পড়ে গেছে  l সেই সমস্ত জায়গায় ড্রেজিং করে নাব্যতা বাড়ানো হবে l


কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা জানান অনেক জায়গায় খাল সংকীর্ণ হয়ে গেছে l খালের পাশে অনেক জনবসতি ঘর করে বসে আছেন সেইসব মানুষকে তো আর সরানো যাবে না  l সেখান থেকে সবটা ভেবেই কাজ করতে হচ্ছে l কোথাও কোথাও আবার জায়গায় এতই কম যে খাল সংস্কারের ও সমস্যা হচ্ছে l সবকিছু মিলিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ শেষ করতে হবে l জল জমার থেকে কামারহাটি অঞ্চলের মানুষকে উপকৃত করতে হবে l তার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করে যাচ্ছি l পানিহাটির একটা বড় অংশের জল আমাদের অঞ্চলের মাটির উপর দিয়ে যায় l সেটা ও ভাবতে হচ্ছে l  এটার জন্য একটা মাস্টার প্ল্যান করা দরকার l মন্ত্রী এবং সাংসদ কে এম ডি এ সাথে কথা চলছে তারও পরিকল্পনা মাথায় রাখা হয়েছে l সম্পূর্ণ নিকাশি ব্যবস্থা একটা মাস্টার প্ল্যান করে করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তার ও ব্যবস্থা করা হচ্ছে বলে জানান কামারহাটি মুখ পৌর প্রশাসক গোপাল সাহা l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**