অর্থনৈতিক সংকটের জন্য আত্মহত্যার পথ বেছে নিল একই পরিবারের তিন সদস্য :
দু'বছর ধরে কোরনা ভাইরাসের জন্য লকডাউন এর ফলে ব্যবসা অর্থনৈতিক সংকটের জন্য আত্মহত্যার পথ বেছে নিল একই পরিবারের তিন সদস্য l ঘটনাটি ঘটেছে সোদপুর অঞ্চলে আর এন টেগোর রোডে বসাক বাগানে ঘটনাটি ঘটে l
দুবছর হলো ভাড়া এসেছেন অলোক ব্যানার্জি বাড়িতে l সমীর গুহ বয়স ৫৮ পেশা রেডিমেড ব্যবসা রেডিমেট এর জিনিস এনে সোদপুর পানিহাটি খরদা অঞ্চলে বিক্রি করতেন l গত বছর থেকে লকডাউন চলার ফলে ব্যবসা আর্থিক সংকট দেখা দেয় l বন্ধুরা পরিচিত মানুষেরা সাহায্য করে l কিন্তু দীর্ঘদিন ধরে এই সংকটের ফলে সমীর গুহ কে আত্মহত্যার পথ বেছে নিতে হয় এই সংকটের কারণে l
অলোক ব্যানার্জি বাড়িতে ভাড়া আসেন দু বছর আগে l থাকতেন পানিহাটি বঙ্কিম পল্লীতে l সেখান থেকেই আর এন টেগোর রোডের এই বাড়িতে ভাড়া আসেন l এই বাড়িতে তারা আত্মহত্যা করেন l কিছুদিন ধরে এরা কারমা কোন সাড়া পাচ্ছিলেন না ওই বাড়ির ব্যক্তিদের l কিছুদিন পর থেকে ওই বাড়ি ঘর থেকে পচা গলা গন্ধ পাওয়া যায় l গন্ধ বেড়ানোর সন্দেহ করে এলাকাবাসী ও বাড়ির লোকেরা খরদা থানায় খবর দেয় l খড়দা থানা পুলিশ এসে দরজা ভাঙ্গে l
ভিতরে ঢোকার পর দেখতে পায় দড়ি দিয়ে ছাদের হুক এর সাথে লাইলন এর দড়ি দিয়ে আত্মহত্যা করেন সমীর গুহ l তার স্ত্রী রুমা গুহ আনুমানিক বয়স ৫৫ কি ৫৬ এবং তার একমাত্র ছেলে বাবাই গুহ বয়স ২২ l স্ত্রী এবং ছেলে খাটের উপরে পড়েছিল l মানুষের অনুমান ছেলে এবং বউকে মেরে নিজে আত্মহত্যা করে l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন