লোকনাথ বাবার আরাধনা রবীন্দ্র কানন স্পোটিং ক্লাব :

গোটা রাজ্য যখন কোরনা আক্রান্ত মানুষ দিশেহারা অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় l তাই মানুষের মঙ্গল কামনায় রবীন্দ্র কানন স্পোর্টিং ক্লাবের সদস্যরা l তাদের পল্লীর মানুষের মঙ্গল কামনার জন্য লোকনাথ বাবা পুজো আরাধনায় ব্রতী হলেন l 


সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন রবীন্দ্র কানন স্পোর্টিং ক্লাবে সদস্য ও কর্মীরা l লোকনাথ বাবার পুজো নেতৃত্ব দেন রবীন্দ্র কানন স্পোর্টিং ক্লাবের সম্পাদক সোমেন দাস l সমগ্র অনুষ্ঠান টি নীতি নিয়ম  অনুসারে লোকনাথ বাবার পুজো পালন করা হলো l 

এবং তাদের পল্লীর শিব মন্দিরে লোকনাথ বাবার মুক্তি  স্থাপন করা হয় l পুজোর শেষে পল্লী মানুষের হাতে ভোগ বিতরণ করলেন ক্লাবের সদস্যরা l এছাড়া ক্লাব প্রাঙ্গণে একটি বাউল সংগীত আয়োজন করা হয়েছে l  এতে এলাকার ও পল্লীর মানুষ আনন্দ প্রকাশ করেন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**