লোকনাথ বাবার আরাধনা রবীন্দ্র কানন স্পোটিং ক্লাব :
গোটা রাজ্য যখন কোরনা আক্রান্ত মানুষ দিশেহারা অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় l তাই মানুষের মঙ্গল কামনায় রবীন্দ্র কানন স্পোর্টিং ক্লাবের সদস্যরা l তাদের পল্লীর মানুষের মঙ্গল কামনার জন্য লোকনাথ বাবা পুজো আরাধনায় ব্রতী হলেন l
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন রবীন্দ্র কানন স্পোর্টিং ক্লাবে সদস্য ও কর্মীরা l লোকনাথ বাবার পুজো নেতৃত্ব দেন রবীন্দ্র কানন স্পোর্টিং ক্লাবের সম্পাদক সোমেন দাস l সমগ্র অনুষ্ঠান টি নীতি নিয়ম অনুসারে লোকনাথ বাবার পুজো পালন করা হলো l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন