দুর্গত দের পাশে গীতাঞ্জলি সালকিয়া :

আজ গীতাঞ্জলি সালকিয়া র পক্ষ থেকে সুন্দর বন এর কিছু প্রত্যন্ত অঞ্চল যেমন সোনা খালি, দুলকি, সোনার গা প্রভৃতি জায়গায় কয়েকশো মানুষ কে ত্রাণ সামগ্রী বন্টন করা হয়. সংস্থার পক্ষ থেকে যশ কবলিত মানুষ দের মুড়ি, চিঁড়ে, ছাতু, দুধ, বিস্কুট, সয়াবিন, ডাল, আলু, পিয়াঁজ, চিনি, ম্যাগি, জল, সাবান, স্যানিটাইজার প্রভৃতি নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও জামা কাপড় দুস্থ দের মধ্যে বিতরণ করা হয়. সংস্থার সম্পাদিকা মৌমিতা পাছাল জানান যে সমাজ এর বিভিন্ন স্তরের মানুষ যারা সহযোগিতা র হাত বাড়িয়ে ছেন তাদের সবাই কে ধন্যবাদ. সংস্থা র ট্রেজারার সুব্রত সিনহা বলেন যে সরকারি সহযোগিতা পেলে তারা আগামী দিনে এই রকম উদ্যোগ আরো নেবেন. তারা আগামী দিনে এই ধরণের কাজ আরো করতে প্রস্তুত l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**