সোনারপুরে পুলিশের জালে এলাকার তিন কুখ্যাত ডাকাতঃ
গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ স্থানীয় মালিরবাগান এলাকা থেকে তিন কুখ্যাত ডাকত কে গ্রেপ্তার করে।
এই তিন জন ব্যাক্তি হলেন বাবাই দাস,জালাম মন্ডল ও সুরজিৎ মান্না। এদের কে জেরা করে তিনটি ল্যাপটপ, কুড়িটি মোবাইল ,লক্ষাধিক টাকার সোনার গহনা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর আজ তাদের বারুইপুর আদালতে তোলা হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন