১৩ দফা দাবিতে সি আই টি ইউ কামারহাটি কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে কামারহাটি পৌরসভা ডেপুটেশন কর্মসূচি :
১৩ দফা দাবিতে সি আই টি ইউ কামারহাটি কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আজ দুপুরে কামারহাটি পৌরসভার সামনে পোস্টার প্লাকার্ড ফ্ল্যাগ নিয়ে বিক্ষোভ দেখানো হয় l তার পরে সেখান থেকে পাঁচ জনের প্রতিনিধি দল যায় কামারহাটি পৌরসভা পৌর প্রশাসক গোপাল সাহা কাছে l ডেপুটেশন দেওয়া হয় l এই ৫ জন প্রতিনিধি মধ্যে ছিলেন সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদিকা এবং সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জী l পরিবহন শ্রমিক নেতা সুবীর ভট্টাচার্য l রেল হকার্স ইউনিয়নের রাজ্য নেতৃত্ব রঞ্জিত সরকার সহ জুট মিল এবং নির্মাণশ্রমিকের প্রতিনিধিরা l কামারহাটি পৌর প্রশাসক এর হাতে স্মারকলিপি তুলে দেন l গার্গী চ্যাটার্জী পৌর প্রশাসক এর সাথে তাদের দাবি নিয়ে আলোচনা করেন এবং পৌরসভার মাধ্যমে রাজ্য সরকারকে জানানোর কথা বলেন l
এছাড়াও এই বিক্ষোভ কর্মসূচি পরিচালনা করেন সি আই টি ইউ কামারহাটি কোঅর্ডিনেশন কমিটি আহবায়ক ঝন্টু মজুমদার l এছাড়াও কামারহাটি পৌরসভা সিআই টি ইউ বিভিন্ন শাখা সংগঠন এর কর্মী নেতৃত্বরা এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন l ডেপুটেশন শেষে সংক্ষিপ্ত সভায় কামারহাটি পৌরসভার গেটে করা হয় l এই সংক্ষিপ্ত সভায় শ্রমিক-কর্মচারীদের সামনে বলেন বক্তব্য রাখেন গার্গী চ্যাটার্জী ,সুবীর ভট্টাচার্য এবং ঝন্টু মজুমদার l শেষে গার্গী চ্যাটার্জী আমাদের জানান আমরা সারা রাজ্য জুড়ে পৌরসভা কর্পোরেশন পঞ্চায়েত মাধ্যমে ডেপুটেশন দিয়ে রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে জানাচ্ছি এরপরে ডিএম এবং এসডিও অফিসে ডেপুটেশন হবে l
এছাড়াও কেন্দ্রীয় ভাবে কলকাতাতে করোনাভাইরাসের এই অবস্থা কেটে যাওয়ার পরে সরকার পক্ষকে ডেপুটেশন দেওয়া হবে l মূল দাবি গরিব মানুষকে এই করোনার সময়ে যারা কাজ করতে পারছে না তাদের সাড়ে সাত হাজার টাকা করে মাসে দিতে হবে l বন্ধ জুটমিল গুলোকে অবিলম্বে খুলতে হবে l ভ্যাকসিন সর্বস্তরের মানুষকে বিনা মূল্যে দিতে হবে l অসংগঠিত শিল্পের সাথে যুক্ত পরিবহন অটো টোটো হকার এদেরকে আগে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে l কৃষি বিল বাতিল করতে হবে l কেন্দ্রীয় সরকারের শ্রম কোড বাতিল করতে হবে l পেট্রোল-ডিজেলের দাম কমানো এই দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন কর্মসূচি পালন করে সি আই টি ইউর পক্ষ থেকে l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন